প্রকাশিত হয়েছেঃ নভেম্বর ৬, ২০২৫ সময়ঃ ১:০৮ অপরাহ্ণ
স্টাফ রিপোর্টার দিগন্তবার্তা ডটকম।। 
ময়মনসিংহের ভালুকায় প্রতিবন্ধী স্ত্রীকে মারধর করে তাড়িয়ে দেয়ার অভিযোগ উঠেছে উপজেলার আংগারগাড়া গ্রামের হাসানের বিরুদ্ধে । তাঁর বিরুদ্ধে আরও অভিযোগ উঠেছে, স্ত্রীর অনুমতি ছাড়াই তিনি আরেকটি বিয়ে করেছেন, হাসান (৩০) নামের ওই ব্যক্তি ভালুকা উপজেলার জামিরদিয়া স্কয়ার কোম্পানিতে কাজ করেন। এ ঘটনায় তাঁর প্রথম স্ত্রী জেলনাহার ভালুকা মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগ ও ভুক্তভোগী নারীর পরিবার সূত্রে জানা যায় গফরগাঁও থানার বাসিন্দা ওই নারীকে পারিবারিকভাবে বিয়ে করেন ভালুকা উপজেলার আংগারগাড়া গ্রামের বাসিন্দা মোঃ আমির হোসেনের ছেলে মোঃ হাসান। তাঁদের ১৬ মাসের কন্যাসন্তান রয়েছে। বিয়ের পর থেকেই হাসান তাঁর স্ত্রীর কাছে যৌতুক হিসেবে টাকা দাবি করে আসছেন। টাকা দিতে না পারায় তিনি স্ত্রীকে মারধর করতেন এবং মানসিকভাবে হেনস্তা করতেন। সম্প্রতি তিনি স্ত্রীকে তাঁর বাবার বাড়ি থেকে ২ লাখ টাকা যৌতুক এনে দিতে বলেন। কিন্তু স্ত্রী এতে রাজি না হওয়ায় নির্যাতনের মাত্রা বেড়ে যায়। হাসান প্রথম স্ত্রীর কথা গোপন রেখে এলাকার এক নারীকে বিয়ে করেন। প্রথম স্ত্রী বাবার বাড়ি বেড়াতে গেলে, সে দ্বিতীয় বিয়ে করেন, পরে স্বামীরবাড়ি যাওয়ার পর প্রথম স্ত্রী বিষয়টি জানতে পেরে জিজ্ঞেস করেন। হাসান স্ত্রীকে বলেন যৌতুক না দেওয়ায় সে দ্বিতীয় বিয়ে করেন আরও বলেন যৌতুক নিয়ে আসলে বাড়িতে উঠতে দিবে না বলে প্রতিবন্ধী স্ত্রী সন্তানসহ তাড়িয়ে দেন।
ভুক্তভোগী নারী বলেন ‘আমার স্বামীর চাহিদামতো যৌতুকের ২ লাখ টাকা দিতে না পারায় আমার ওপর নির্যাতনের মাত্রা বেড়ে যায়। প্রতিবাদ করতে গেলে তালাক ও মেরে ফেলার হুমকি দেন। আমার ১৬ মাসের মেয়ের দিকে তাকিয়ে স্বামীর অত্যাচার-নির্যাতন সহ্য করেছিলাম। নিরুপায় হয়ে এখন থানায় অভিযোগ করেছি।’
এ বিষয়ে মডেল থানার ওসি হুমায়ুন কবির বলেন অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।

