প্রকাশিত হয়েছেঃ নভেম্বর ৬, ২০২৫ সময়ঃ ১০:৩৩ পূর্বাহ্ণ
মোঃ জাকির হোসেন।।
শেরপুরে জুলাই যোদ্ধাদের সাথে সাথে মতবিনিময় সভা ও সংবর্ধনা অনুষ্ঠানটি হয়েছে।
বুধবার (৫ নভেম্বর) সন্ধ্যায় জেলা প্রশাসন শেরপুর এর উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থানে শহিদ পরিবার ও আহত জুলাই যোদ্ধাদের সাথে মতবিনিময় সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন শেরপুরের জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান। এছাড়াও পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম , উপপরিচালক (স্থানীয় সরকার) আরিফা সিদ্দিকা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ শাকিল আহমেদ, জুলাই গণঅভ্যুত্থানে শহিদ পরিবারের সদস্য এবং আহত জুলাই যোদ্ধা এবং সংশ্লিষ্ট সকল ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
মতবিনিময়ের শুরুতে জুলাই গণঅভ্যুত্থানে শহিদ যোদ্ধাদের স্মরণে দাড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। এ সময় শহিদ পরিবারের সদস্যবৃন্দ ও আহত জুলাই যোদ্ধারা তাঁদের অভিজ্ঞতা ও অনুভূতি ব্যক্ত করেন। অনুষ্ঠানে শেরপুর জেলার শহিদ পরিবার ও আহত জুলাই যোদ্ধাদের জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে গৃহীত কার্যক্রম সম্পর্কে অবহিত করেন জেলা প্রশাসক এবং প্রয়োজনীয় সব ধরণের সহযোগিতা অব্যাহত রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। পরে তাদের হাতে সম্মানসূচক ক্রেস্ট তুলে দেওয়া হয়। জুলাই গণঅভ্যুত্থানে শেরপুরের ছাত্রসমাজ ও সচেতন নাগরিকরা উল্লেখযোগ্য ভূমিকা পালন করেন বলে উল্লেখ করেন বক্তারা।
মোট পড়া হয়েছে: ১৫