প্রকাশিত হয়েছেঃ নভেম্বর ৭, ২০২৫ সময়ঃ ৮:৩৩ অপরাহ্ণ
মোঃ জাকির হোসেন।।
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) সংস্কারকৃত জিমন্যাসিয়াম ও অত্যাধুনিক মাল্টিজিমের উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (৪ নভেম্বর) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এ কে ফজলুল হক ভূঁইয়া প্রধান অতিথি হিসেবে সংস্কারকৃত জিমন্যাসিয়ামের শুভ উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্রীড়া প্রশিক্ষণ বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক কৃষিবিদ মো. আসাদুল হক সজল। এছাড়াও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. মো. হেলাল উদ্দীন, প্রক্টর প্রফেসর ড. মো. আবদুল আলীম, সহযোগী ছাত্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মোহাম্মদ সাইফুল্লাহ, মাৎস্য খামারের অফিসার-ইন-চার্জ প্রফেসর ড. মোহাম্মদ মতিউর রহমান, উপপরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম, কৃষিবিদ মোহাম্মদ সাব্বির কবীর সাচ্চাসহ অন্যান্য শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ।
উদ্বোধন অনুষ্ঠানে উপাচার্য প্রফেসর ড. এ কে ফজলুল হক ভূঁইয়া বলেন, শরীরকে সুস্থ রাখার জন্য শারীরিক পরিশ্রমের কোনো বিকল্প নেই। এটি মানসিক স্বাস্থ্যের জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা জিমন্যাসিয়ামটিতে নতুন আধুনিক যন্ত্রপাতি সংযোজনের পাশাপাশি সার্বিকভাবে সংস্কার কাজ সম্পন্ন করেছি। এছাড়া আমাদের ছাত্রীদের জন্যও আরো উন্নত সুবিধা নিশ্চিতের পরিকল্পনা নেওয়া হয়েছে, যা শিগগিরই কার্যকর করা হবে। ক্রীড়া প্রশিক্ষণ বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক কৃষিবিদ মো. আসাদুল হক সজল বলেন, আজ বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো অত্যাধুনিক যন্ত্রপাতি সজ্জিত মাল্টিজিম উদ্বোধন করা হলো, যা জিমন্যাসিয়াম সংস্কারের অংশ হিসেবে যুক্ত হয়েছে। শিক্ষার্থীদের শারীরিক ফিটনেস বজায় রাখতে এই আধুনিক জিম প্রতিষ্ঠায় আর্থিক সহায়তা দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মহোদয়। আমি আশা করি, শিক্ষার্থীরা এই সুযোগটি যথাযথভাবে কাজে লাগাবে। কারণ শরীর ও মন দুটোই সুস্থ থাকলে তবেই পড়াশোনা, খেলাধুলা ও জীবনের অন্যান্য ক্ষেত্রে সফলতা অর্জন সম্ভব।
সংশ্লিষ্ট সূত্রমতে নবসংস্কারকৃত মাল্টিজিমে যুক্ত করা হয়েছে ওজন তোলার যন্ত্র, ক্যাবল মেশিন, পুল-ডাউন বার, ডাম্বেল, বারবেল, ট্রেডমিল, স্কোয়াট র্যাক এবং পুশ-আপ বারসহ বিভিন্ন আধুনিক সরঞ্জাম। সরঞ্জামাদিসহ সার্বিক নিরাপত্তা নিশ্চিতে প্রায় ১১টি সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে।
উল্লেখ্য, জিমটি সরকারি ছুটি ও শুক্রবার ছাড়া সপ্তাহে ছয় দিন ,শনিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত দুই ধাপে সকাল ৬টা থেকে সকাল ৮টা এবং বিকেল ৪টা থেকে রাত ৯টা পর্যন্ত খোলা থাকবে।

