প্রকাশিত হয়েছেঃ নভেম্বর ৫, ২০২৫ সময়ঃ ১০:৫৩ অপরাহ্ণ
রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
ময়মনসিংহের গফরগাঁও উপজেলার বারবাড়িয়া ইউনিয়নের জামায়াতের নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৪ নভেম্বর) বারবাড়িয়া ইউনিয়নের ৮ ও ৯ নং ওয়ার্ড জামায়াতের উদ্যোগে এ পথসভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত ময়মনসিংহ-১০ (গফরগাঁও) আসনের সংসদ সদস্য প্রার্থী ও উপজেলা জামায়াতের আমির
মাওলানা ইসমাঈল হোসেন সোহেল।
তিনি বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য দীর্ঘদিন ধরে সংগ্রাম করে যাচ্ছে। আমরা এই ভূমির প্রতিটি ইঞ্চিতে ইসলামী সমাজব্যবস্থা প্রতিষ্ঠার জন্য কাজ করছি। অন্যায়, জুলুম ও দুর্নীতির বিরুদ্ধে আমরা জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছি। আগামী দিনে সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে আমাদের অবস্থান আরও দৃঢ় হবে।
তিনি আরও বলেন, দুর্নীতিমুক্ত বাংলাদেশ গঠনে কোরআন-হাদীস ভিত্তিক সমাজ প্রতিষ্ঠাই একমাত্র পথ, এ লক্ষ্যে আমরা সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছি এবং চালিয়ে যাব। ইনশাআল্লাহ।
তিনি বলেন, “গফরগাঁওয়ে ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠার যে গণজোয়ার সৃষ্টি হয়েছে, তা রুখে দিতে নানা ষড়যন্ত্র চলছে। কিন্তু আমরা ইনশাআল্লাহ সেই ষড়যন্ত্র মাড়িয়ে লক্ষ্য পানে এগিয়ে যাব।”
ওয়ার্ড সভাপতি সাব্বির আহমেদ এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আশরাফুল ইসলাম ও উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী সাংবাদিক মোফাজ্জল আনসারী।
সভায় আরও বক্তব্য রাখেন, বারবাড়িয়া ইউনিয়ন জামায়াতের সভাপতি ও গফরগাঁও থানা কর্মপরিষদ সদস্য আরিফুল ইসলাম, যশরা ইউনিয়ন সভাপতি ও কর্মপরিষদ সদস্য মাহমুদুল হাসান, বিশিষ্ট আলেমেদ্বীন মাওলানা আব্দুর সাত্তার, বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা আব্দুস সামাদ, মাওলানা জামাল উদ্দিন ও সামাজিক ব্যক্তিত্ব মোঃ শাহজাহান প্রমূখ।
সভায় অতিথিবৃন্দ সহ বক্তারা সবাই গফরগাঁও আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থীকে বিজয়ী করার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালানোর আহ্বান জানান।
####

