প্রকাশিত হয়েছেঃ নভেম্বর ১, ২০২৫ সময়ঃ ২:২২ অপরাহ্ণ

Spread the love

রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।

ময়মনসিংহের গফরগাঁওয়েজ উন্নয়ন সংক্রান্ত মাস্টার প্ল্যান প্রণয়ন বিষয়ে আন্তঃবিভাগীয় পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে৷ গত শুক্রবার সকালে গফরগাঁও উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা হয়।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এন. এম. আব্দুল্লাহ -আল-মামুন এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভৌত অবকাঠামো বিভাগ, বাংলাদেশ পরিকল্পনা কমিশনের সদস্য (সিনিয়র সচিব) এম. এ. আকমল হোসেন আজাদ।

এসময় আরও উপস্থিত ছিলেন অবকাঠামো বিভাগ, বাংলাদেশ পরিকল্পনা কমিশনের যুগ্ম প্রধান হায়দর আলী, উপ প্রধান দেবোত্তম সান্যাল, উপ প্রধান প্রিয়াঙ্কা দত্ত, সওজের অতিরিক্ত প্রধান প্রকৌশলী, গণপূর্ত, সওজ, এলজিইডি, পিডিবি, পবিস, জনস্বাস্থ্যের নির্বাহী প্রকৌশলী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ জামাল উদ্দিন,
সহকারী কমিশনার (ভূমি) আমির সালমান রনি, গফরগাঁও থানার অফিসার ইনচার্জ মোঃ বাচ্চু মিয়া, পাগলা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ফেরদৌস আলম, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা তাহমিনা খাতুন,
কৃষি কর্মকর্তা শাকুরা নাম্নী, প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মতিউর রহমান, পরিবার পরিকল্পনা কর্মকর্তা মীম জাহান তম্বী , রেলওয়ে স্টেশন মাস্টারসহ সকল ইউনিয়নের প্রশাসক, উপজেলা পরিষদের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, জাতীয় উন্নয়নের ধারাবাহিকতায় প্রতিটি উপজেলা, শহর ও বিভাগকে একটি সুনির্দিষ্ট মাস্টার প্ল্যানের আওতায় আনা প্রয়োজন। শিক্ষা, কৃষি, শিল্প, স্বাস্থ্য ও পরিবেশ—সবক্ষেত্রেই গফরগাঁওয়ের বিপুল সম্ভাবনা রয়েছে। সঠিক পরিকল্পনা ও বাস্তবায়নের মাধ্যমে গফরগাঁওকে একটি আধুনিক, স্মার্ট শহরের রূপান্তর করা সম্ভব।
###

প্রকাশক ও সম্পাদক

আসাদুজ্জামান (ফজলু)

হাউজ নং: ২০, ফ্ল্যাট নং: বি২, রোড নং: ০৭

সেকশন: ১২, উত্তরা, ঢাকা – ১২৩০

মোবাইল: ০১৭১৮-১৯২৬৮৫, ০১৭৬১-৫৮২৩৩৮

ইমেইল: contact@digontabarta.com