প্রকাশিত হয়েছেঃ নভেম্বর ২, ২০২৫ সময়ঃ ১:০৪ অপরাহ্ণ

Spread the love

রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।

নেতার কাঁধে কর্মীর লাশ – এ যেন এক বেদনাদায়ক দৃশ্যের পরিণত হয়েছে। গত শুক্রবার সকালে গফরগাঁও উপজেলার নিগুয়ারী ইউনিয়নের তললী গ্রামের জানাজায়পূর্ব এ দৃশ্য সবার চোখে পড়ে।

জানা যায়, বৃহস্পতিবার বিকেলে উপজেলার পাগলা মধ্য বাজারে বিএনপি নেতা এ্যাড. আল ফাতাহ খান সমর্থিত নেতৃবৃন্দ যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা আয়োজন করে। এ সভাতে যোগদান করতে কর্মী সমর্থক নিয়ে অটো রিকশা করে রওনা দেন নিগুয়ারী ইউনিয়ন কৃষক দলের ভারপ্রাপ্ত সভাপতি আতিকুর রহমান শেখ (৫৫)। পথিমধ্যে অটোরিকশা দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া পর তার মৃত্যু হয়। এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে সর্বত্র শোকের ছায়া নেমে আসে।

কৃষকদল নেতা আতিকুর রহমান শেখ এর লাশ তললী গ্রামের নিজ বাড়িতে আনার পর তাকে দেখা জন্য দলীয় নেতা কর্মী, আত্বীয় স্বজন হাজারো মানুষের ভীড় জমে। রাতেই নিজ কর্মীর লাশ দেখতে ছুটে আসেন ময়মনসিংহ- ১০ (গফরগাঁও) আসনের মনোনয়ন প্রত্যাশী, জেলা দক্ষিণ বিএনপির সাবেক যুগ্ম- আহবায়ক এ্যাড. আল ফাতাহ খান। নিজ কর্মীর লাশ দেখে কান্না ভেঙে পড়েন। এসময় তার স্ত্রী ও একমাত্র মেয়েকে
সান্তনা দেন।

পরদিন শুক্রবার সকালে জানাজা নামাজ পড়তে গিয়ে আতিকুর রহমান শেখ এর লাশ কাঁধে তুলে নেন এ্যাড. আল ফাতাহ খান। নিয়ে যান জানাজা মাঠে। জানাজায় বক্তব্য কালে তিনি আবারও কান্না ভেঙে পড়েন। এ যেন কর্মীর প্রতি নেতার ভালোবাসা। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করা হয়। পরে নিগুয়ারী ইউনিয়ন ছাত্রদল নেতা আবু সাঈদের বাবার কবর জিয়ারত করেন তিনি।
####

প্রকাশক ও সম্পাদক

আসাদুজ্জামান (ফজলু)

হাউজ নং: ২০, ফ্ল্যাট নং: বি২, রোড নং: ০৭

সেকশন: ১২, উত্তরা, ঢাকা – ১২৩০

মোবাইল: ০১৭১৮-১৯২৬৮৫, ০১৭৬১-৫৮২৩৩৮

ইমেইল: contact@digontabarta.com