প্রকাশিত হয়েছেঃ মার্চ ১৪, ২০২২ সময়ঃ ৮:৩২ অপরাহ্ণ

Spread the love

গফরগাঁও প্রতিনিধিঃ
ময়মনসিংহের গফরগাঁওয়ে বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন ক্বারীর জমি থেকে অবৈধ দখলদারকে উচ্ছেদ করে মালিকানার স¦ত্ব বুজিয়ে দিলো প্রশাসন। ১৪ মার্চ সোমবার দুপুরে সহকারী কমিশনার (ভূমি) কাবেরী রায় ময়মনসিংহ জেলা প্রশাসকের এডিএম কোর্টের রায়ে বীর মুক্তিযোদ্ধার জমি থেকে অবৈধ স্থাপনা অপসারণ করে মালিকানা বুজিয়ে দেয়।
উপজেলার পাঁচবাগ ইউনিয়নের দক্ষিন লামকাইন গ্রামের বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন ক্বারীর ৯ শতক জমি অবৈধ ভাবে দখল করে একই এলাকার একলাছ গং। তারা ওই জমিতে একটি টিনসেট ঘর নির্মান করে । পরে মুক্তিযোদ্ধা তার জমির মালিকানা ফিরে পেতে ২০০৪ সালে আইনী লড়াই শুরু করেন। অবশেষে দীর্ঘ ১৮ বছর পর বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন ক্বারীর পক্ষে রায় আসে। আদালতের রায় বাস্তবায়নে বীর মুক্তিযোদ্ধা তার পৈত্রিক সম্পত্তি ফিরে পায়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কাবেরী রায় বলেন, আদালতের নির্দেশে বীর মুক্তিযোদ্ধার জমির মালিকানা বুজিয়ে দিতে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান করা হয়েছে। উচ্ছেদ অভিযানের পর জমির মালিকানা বুজিয়ে দেয়া হয়।

প্রকাশক ও সম্পাদক

আসাদুজ্জামান (ফজলু)

হাউজ নং: ২০, ফ্ল্যাট নং: বি২, রোড নং: ০৭

সেকশন: ১২, উত্তরা, ঢাকা – ১২৩০

মোবাইল: ০১৭১৮-১৯২৬৮৫, ০১৭৬১-৫৮২৩৩৮

ইমেইল: contact@digontabarta.com