প্রকাশিত হয়েছেঃ অক্টোবর ৩১, ২০২৫ সময়ঃ ৬:২৯ অপরাহ্ণ
স্টাফ রিপোর্টার, দিগন্তবার্তা ডটকম।।
ইসলামী গণতান্ত্রিক পার্টির মহাসচিব ও প্রগতিশীল ইসলামী জোটের সমন্বয়কারী, সাবেক পিপি এডভোকেট মোঃ নূরুল ইসলাম খান আজ শুক্রবার (৩১ অক্টোবর) এক বিবৃতিতে বলেন, আজ দেশে এক চরম অস্থিতিশীল অবস্থা বিরাজ করছে। অর্থনীতি ধসে পরার উপক্রম হয়েছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি মানুষের চরম উদ্বেগের কারণ হয়ে উঠেছে। এমন পরিস্থিতিতে যেখানে জাতীয় ঐক্য সবচেয়ে জরুরী, সেখানে পরিকল্পিত ভাবে বিভেদ বিভাজন সৃষ্টির পায়তারা চলছে।
বিবৃতিতে এডভোকেট মোঃ নূরুল ইসলাম খান আরো বলেন, জাতীয় ঐকমত্য কমিশন জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠার বদলে জাতীয় অনৈক্য প্রতিষ্ঠার রাস্তা তৈরী করেছে। জাতীয় নির্বাচনকে সামনে রেখে দেশের এমন সংকটময় মুহূর্তে জাতিকে বিভক্ত করার এমন অপচেষ্টা এবং এর পেছনে কি উদ্দেশ্য আছে তা খতিয়ে দেখা দরকার। কেননা ঐকমত্য কমিশনের প্রস্তাবিত জুলাই সনদ নিয়ে রাজনৈতিক দলগুলির মধ্যে বিভাজন তৈরি হবে এবং এর ফলে দেশে দীর্ঘস্থায়ী রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি হতে পারে।
এডভোকেট মোঃ নূরুল ইসলাম খান বিবৃতিতে আরো বলেন, আমরা চাই, দেশে রাজনৈতিক স্থিতিশীলতা বজায় থাকুক। দেশে সংঘাত, হানাহানি বা কোনো প্রকার অরাজক পরিস্থিতির সৃষ্টি না হোক এবং প্রধান উপদেষ্টা ঘোষিত আগামী ফেব্রুয়ারিতেই অংশগ্রহণ মূলক, অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে দেশে একটি নির্বাচিত রাজনৈতিক সরকার প্রতিষ্ঠিত হোক।
###

