প্রকাশিত হয়েছেঃ অক্টোবর ৩১, ২০২৫ সময়ঃ ৪:৩৮ অপরাহ্ণ
রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
ময়মনসিংহের গফরগাঁওয়ে উন্নয়ন সংক্রান্ত মাস্টার প্ল্যান প্রণয়ন বিষয়ে আন্তঃবিভাগীয় পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩১ অক্টোবর) সকালে
গফরগাঁও উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা হয়।
গফরগাঁও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এন. এম. আব্দুল্লাহ -আল-মামুন এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন ভৌত অবকাঠামো বিভাগ, বাংলাদেশ পরিকল্পনা কমিশনের সদস্য (সিনিয়র সচিব) এম. এ. আকমল হোসেন আজাদ।
প্রধান অতিথি বলেন, জাতীয় উন্নয়নের ধারাবাহিকতায় প্রতিটি উপজেলা, শহর ও বিভাগকে একটি সুনির্দিষ্ট মাস্টার প্ল্যানের আওতায় আনা প্রয়োজন। শিক্ষা, কৃষি, শিল্প, স্বাস্থ্য ও পরিবেশ—সবক্ষেত্রেই গফরগাঁওয়ের বিপুল সম্ভাবনা রয়েছে। সঠিক পরিকল্পনা ও বাস্তবায়নের মাধ্যমে গফরগাঁওকে একটি আধুনিক, স্মার্ট শহরের রূপান্তর করা সম্ভব।
সভাপতির বক্তব্যে ইউএনও বলেন, মাস্টার প্ল্যান শুধু নকশা নয়, এটি ভবিষ্যৎ উন্নয়নের রূপরেখা। শহরের যানবাহন, ড্রেনেজ, বর্জ্য ব্যবস্থাপনা ও পরিবেশ সুরক্ষায় পরিকল্পিত পদক্ষেপ জরুরি। তিনি আশা প্রকাশ করেন, মাস্টার প্ল্যান বাস্তবায়নের মাধ্যমে গফরগাঁও আবারও একটি পরিচ্ছন্ন, আধুনিক ও বাসযোগ্য শহরের পরিণত হবে।
এসময় সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আমির সালমান রনি, পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা, বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধি, শহর পরিকল্পনাবিদ, প্রকৌশলী ও উন্নয়ন বিশেষজ্ঞরা।
###

