প্রকাশিত হয়েছেঃ অক্টোবর ৩১, ২০২৫ সময়ঃ ৫:২৫ অপরাহ্ণ
রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক, বর্তমান আহবায়ক কমিটির অন্যতম সদস্য ও গফরগাঁও আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী এ্যাড. আল ফাতাহ খান বলেছেন, নতুন ষড়যন্ত্রকারীরা স্বৈরাচারদের সঙ্গে হাত মিলিয়ে দেশের গণতন্ত্রকে হত্যা করতে চায়। তিনি বলেন, বিএনপি গণতন্ত্র, ন্যায়বিচার ও জনগণের অধিকার পুনরুদ্ধারের আন্দোলনে অটল ও অবিচল থাকবে।
গত বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বিকেলে উপজেলার পাগলা মধ্য বাজারে পাগলা থানা যুবদল আয়োজিত যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, গফরগাঁও- এ যুবদলের নেতাকর্মীরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ঐক্যবদ্ধভাবে কাজ করবে সে প্রত্যাশা করি। তাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে গফরগাঁওয়ে যুবদলের নেতাকর্মীদের আরও ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। কোন অবস্থাতেই ঐক্য নষ্ট হতে দেয়া যাবে না। গফরগাঁওতে ধানের শীষকে বিজয়ী করে আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানকে উপহার দিতে হবে।
ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদলের সদস্য তোফাজ্জল হোসেন উজ্জ্বলের সভাপতিত্বে ও যুবদল নেতা ইয়াহিয়া খানের সঞ্চালনায় সভায় আরো বক্তব্য রাখেন, পাগলা থানা বিএনপির সাবেক সদস্য আমির উদ্দিন পালোয়ান, আমির হোসেন, শাহ নেওয়াজ বাচ্চু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক দিদারুল ইসলাম দিদার, পাগলা থানা স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহবায়ক ডাঃ ইউসুফ, যুগ্ম আহবায়ক ইবনে আজহার মাহমুদ, পাগলা থানা তাঁতি দলের আহবায়ক মনির দপ্তরি, পাগলা থানা মৎস্যজীবীদলের আহবায়ক মোঃ সাদির বেপারী, পাগলা থানা কৃষক দলের আহবায়ক দ্বিন ইসলাম দিলি, পাগলা থানা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মোজাহিদুল কবির সেলিম, সাবেক সদস্য সচিব সুখেন আকন্দ,
টাংগাব ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি মাহফুজ আহমেদ প্রমুখ।
সভা শেষে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। যেখানে জাতির কল্যাণ কামনা, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফিরাত ও বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করা হয়।
####

