প্রকাশিত হয়েছেঃ ডিসেম্বর ৯, ২০২৫ সময়ঃ ১০:৫২ অপরাহ্ণ

Spread the love

রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।

“দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা” এই প্রতিপাদ্য বিষয় নিয়ে ময়মনসিংহের গফরগাঁওয়ে পতাকা উত্তোলন, ফেস্টুন-বেলুন মুক্ত আকাঁশে উড়ানো, মানববন্ধন ও আলোচনা সভায় মধ্যে দিয়ে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকাল সাড়ে ৮ টায় জামতলা মোড়স্থ কার্যালয়ে গফরগাঁও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে সহ- সভাপতি বিজয় কুমার বর্ধনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এইচ এম তৌহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার এন. এম. আব্দুল্লাহ আল মামুন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাবেক সভাপতি
ডাঃ কে. এম এহছান অ্যাডভোকেট, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ জামাল উদ্দিন ও খায়রুল্লাহ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রওশন আরা খান।

সভা পূর্বে দুপ্রক কার্যালয় সামনে সড়কে আধঘন্টা ব্যাপী দুর্নীতি বিরোধী মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির কর্মকর্তা, উপজেলার বিভিন্ন অধিদপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, ব্যবসায়ী, শিক্ষক, শিক্ষার্থী, বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের কর্মকর্তা, সততা সংঘের সদস্যবৃন্দসহ সুধীজন।
####

 

প্রকাশক ও সম্পাদক

আসাদুজ্জামান (ফজলু)

হাউজ নং: ২০, ফ্ল্যাট নং: বি২, রোড নং: ০৭

সেকশন: ১২, উত্তরা, ঢাকা – ১২৩০

মোবাইল: ০১৭১৮-১৯২৬৮৫, ০১৭৬১-৫৮২৩৩৮

ইমেইল: contact@digontabarta.com