প্রকাশিত হয়েছেঃ ডিসেম্বর ৯, ২০২৫ সময়ঃ ১০:৫৪ অপরাহ্ণ
রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
ময়মনসিংহের গফরগাঁওয়ে যথাযোগ্য মর্যাদায় হানাদার মুক্ত দিবস পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে গফরগাঁও উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ ও মুক্তিযোদ্ধা সন্তানদের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি পালন করেছে।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকালে গফরগাঁও উপজেলা প্রশাসন ও মুক্তিযোদ্ধা সংসদের পক্ষ থেকে বিজয় র্যালি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা ও শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা এন. এম. আব্দুল্লাহ আল মামুন এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার ভূমি আমির সালমান রনি, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোহাম্মদ মতিউর রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক মোঃ সাইফুল আলম, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, জালাল উদ্দিন, আলা উদ্দিন মানিক ও ময়মনসিংহ জেলা মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের সিনিয়র যুগ্ম আহবায়ক আমিনুল ইসলাম চঞ্চল প্রমূখ।
এ সময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিকসহ বিভিন্ন এলাকার মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন।
####

