প্রকাশিত হয়েছেঃ ডিসেম্বর ৯, ২০২৫ সময়ঃ ৮:৫১ অপরাহ্ণ

Spread the love

রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।

ময়মনসিংহের গফরগাঁওয়ে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে ৫ নারী বিভিন্ন ক্যাটাগরিতে পেয়েছেন অদম্য জয়িতা সন্মাননা।

আজ মঙ্গলবার (৯ ডিসেম্বর) দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে তাদের এ সম্মাননা দেন গফরগাঁও উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর।

অদম্য জয়িতা হলেন, সফল জননী নারী হিসেবে মোসাম্মদ জাহানারা বেগম, অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী নোছফা সুলতানা, শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী আবিদা আক্তার নুপুর, নির্যাতনের দুঃস্বপ্ন মুছে জীবন সংগ্রামে জয়ী নারী মোছাঃ হাসিনা খানম ও সমাজ উন্নয়নে অসামান্য অবদান রেখেছেন যে নারী নওমি সুলতানা।

“নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই, ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করি” এই প্রতিপাদ্য বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার এন. এম. আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা খালেদা আক্তার।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার শাকুরা নাম্নী, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার তাহমিনা খাতুন, পাট উন্নয়ন কর্মকর্তা ফজলুর রহমান ও জয়িতা পুরস্কার প্রাপ্ত নারীরা প্রমুখ।

আলোচনাসভার পূর্বে দিবসটি উপলক্ষে এক র‌্যালী উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, প্রতিষ্ঠানের শিক্ষক- শিক্ষার্থীরা, সাংবাদিক, এনজিও কর্মীসহ স্বাবলম্বী নারীরা উপস্থিত ছিলেন।
####

প্রকাশক ও সম্পাদক

আসাদুজ্জামান (ফজলু)

হাউজ নং: ২০, ফ্ল্যাট নং: বি২, রোড নং: ০৭

সেকশন: ১২, উত্তরা, ঢাকা – ১২৩০

মোবাইল: ০১৭১৮-১৯২৬৮৫, ০১৭৬১-৫৮২৩৩৮

ইমেইল: contact@digontabarta.com