প্রকাশিত হয়েছেঃ নভেম্বর ৯, ২০২৫ সময়ঃ ১১:৩২ অপরাহ্ণ
আসাদুজ্জামান ভালুকা (ময়মনসিংহ)।।
ময়মনসিংহের ভালুকায় সরকার পরিবহনের একটি বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। রবিবার (৮ নভেম্বর) রাত ৭টা ৫০ মিনিটের দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের হাজির বাজার এলাকার স্বপ্ন বিলাসের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার হলিদা কান্দা গ্রামের মৃত আব্দুল হাসিমের ছেলে মজিবুর রহমান (৬০) ও তার স্ত্রী হোসনেয়ারা বেগম (৫০)।
স্থানীয় সূত্রে জানা যায়, রাতে মোটরসাইকেল যোগে ঢাকার দিকে যাচ্ছিলেন ওই দম্পতি। ঘটনাস্থলে পৌঁছালে পিছন থেকে আসা সরকার পরিবহনের একটি বাস (ঢাকা মেট্টো ব-১৫-৭৯৮৯) তাদের মোটরসাইকেল (ঢাকা মেট্টো ল-১৭-২৬৮১)কে ধাক্কা দেয়। এতে ওই দম্পতি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।
ভরাডোবা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) এবিএম মেহেদী মাসুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতদের লাশ উদ্ধার এবং ঘাতক বাস ও মোটরসাইকেলটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। বর্তমানে সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

