প্রকাশিত হয়েছেঃ নভেম্বর ৯, ২০২৫ সময়ঃ ১০:৫৩ অপরাহ্ণ
রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
ময়মনসিংহ-১০ ( গফরগাঁও) আসনে মনোনয়ন প্রত্যাশী, দক্ষিণ জেলা বিএনপির যুগ্ন- আহবায়ক ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি বিশিষ্ট শিল্পপতি এ. বি সিদ্দিকুর রহমান ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে উপজেলা, পাগলা ও পৌর বিএনপির উদ্যোগে বর্ণাঢ্য র্যালী ও জনসভা করে ব্যাপক শোডাউন করেছেন। তার এই জনসভায় হাজার হাজার নেতাকর্মীর ঢল নামে।
রোববার (৯ নভেম্বর) বিকেলে স্থানীয় জামতলা মোড়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন কেন্দ্রীয় কৃষক দলের সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ সাদেকুর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে এ. বি সিদ্দিকুর রহমান বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এদেশে গণতন্ত্রের যাত্রা শুরু করেছিলেন। সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে তিনি মুক্ত হয়ে দেশে গণতন্ত্র ও উন্নয়ন সমৃদ্ধির রাজনীতি শুরু করেছেন।
তিনি আরও বলেন, তারেক রহমানের নির্দেশে ৩১ দফা বাস্তবায়নে অতীতেও কাজ করেছি, ভবিষ্যতেও করব। আমি ধানের শীষের সাথে ছিলাম, আছি এবং থাকব- ইনশাআল্লাহ।
সভায় আরও বক্তব্য দেন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক এম. আর খায়রুল, শাহ আব্দুল্লাহ আল মামুন, ফখরুল হাসান ফখরুল, মোঃ শহিদুর রহমান, মোঃ জালাল উদ্দিন ও আজিম উদ্দিন আজিম, পৌর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক জাহিদ হাসান স্বপন, আল আমিন জনি, পৌর ষুবদলের সভাপতি সাইফুল ইসলাম রিপন, জেলা মুক্তিযুদ্ধের প্রজন্মদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আমিনুল ইসলাম চঞ্চলসহ উপজেলা ও পৌর বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ প্রমূখ।
#####

