প্রকাশিত হয়েছেঃ অক্টোবর ৩১, ২০২৫ সময়ঃ ৪:০৬ অপরাহ্ণ
মোঃ জাকির হোসেন ।।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রবর্তিত ৩১দফার কর্মসূচীর প্রচারনা বৃদ্ধির লক্ষ্যে ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ফুলপুর তারাকান্দার আসনের ধানের শীষে মনোনয়ন প্রত্যাশী মোতাহার হোসেন তালুকদার সাহেবের নির্দেশে তারাকান্দা উপজেলার অধীনস্থ ১০নং বিসকা,৮নং কামারিয়া,৭নং রামপুর ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে কাশিগঞ্জ বাজারে বিশাল মিছিল সমাবেশ অনুষ্টিত হয়।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বিকাল সাড়ে চারটায় তারাকান্দা উপজেলার কাশিগঞ্জ বাজারে বিএনপির মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। এর আগে কাশিগঞ্জ বাজারে আলহাজ্ব হাবিবুর রহমান স্কুল মাঠে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন তারাকান্দা উপজেলা বিএনপির সদস্য সচিব আব্দুস সালাম তালুকদার সোবাহান,সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুল মালেক আর্মি,যুগ্ম আহবায়ক কাজী আব্দুল বাতেন,যুগ্ম আহবায়ক রাসেল মন্ডল,যুগ্ম আহবায়ক আব্দুল হামিদ,যুগ্ম আহবায়ক আশরাফুল ইসলাম মন্ডল,যুগ্ম আহবায়ক রাকিব তালুকদার, যুগ্ম আহবায়ক আসাদুল্লাহ আসাদ বিএনপি,, উত্তর জেলার যুবদলের যুগ্ন সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, ৮ কামারিয়া ইউনিয়নের চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশী আব্দুল লতিফ সরকার এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল ময়মনসিংহ – নেত্রকোনা সড়কের কাশিগঞ্জ পূর্ব বাজার থেকে পশ্চিম বাজার প্রদক্ষিণ করে শেষ হয়।

