প্রকাশিত হয়েছেঃ আগস্ট ১৮, ২০২৫ সময়ঃ ৬:২৩ অপরাহ্ণ
ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি।।
ময়মনসিংহের ভালুকায় উপজেলা যুবদল সভাপতি তারেক উল্যাহ চৌধুরীর ক্ষমতার অপব্যবহার করে এলাকায় এক ধরণের ত্রাসের রাজত্ব কায়েম করছেন বলে অভিযোগ তুলেছেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আসাদ উল্যাহ চৌধুরী ধ্রুব। গতকাল সোমবার (১৮ আগস্ট) বিকেলে ভালুকা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে তিনি ওই অভিযোগ তুলেন। সংবাদ সম্মেলনে আসাদ উল্যাহ চৌধুরী ধ্রুব তার লিখিত বক্তব্যে উল্লেখ করেন, তারেক উল্যাহ চৌধুরী জোরপূর্বক তার (ধ্রুব) ব্যবসা প্রতিষ্ঠান দখল করেছে। তার তৈরীকৃত প্রজেক্ট সুপ্রীম ইয়ার কন্ডিশন এর কাজ কেড়ে নিয়েছে। তারেক উল্যাহ চৌধুরীর নামে বিএনপির হাই কমান্ড বরাবরে একাধিক অভিযোগ রয়েছে। নিজেকে উপজেলার ভায়াবহ এলাকায় নর্প নীট ইন্ডাস্ট্রিজের স্থানীয় প্রতিনিধি দাবি করে আসাদ উল্যাহ চৌধুরী জানান, একজন মহিলা ও তার সন্তানেরা উপজেলা মল্লিকবাড়ি ইউনিয়নের ভায়াবহ এলাকায় নর্প নীট ইন্ডাস্ট্রিজের জমি দখল করে রেখেছে। তারাই আবার তারেক উল্যাহ চৌধুরীর হাতিয়ার হিসাবে ভালুকা প্রেসক্লাবে মিথ্যা সংবাদ সম্মেলন করে নর্প নীট ইন্ডাস্ট্রিজের সুনাম ও তার (ধ্রুব) বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে তার পারিবারিক সম্মান বিনষ্ট করেছে।
এ বিষয়ে কথা হলে তারেক উল্যাহ চৌধুরীর জানান, তার বিরুদ্ধে আনীত অভিযোগ সঠিক না। আর, আসাদ উল্যাহ চৌধুরীর সাথে তার কোন বিরোধও নাই।