প্রকাশিত হয়েছেঃ ডিসেম্বর ৯, ২০২৫ সময়ঃ ৭:১১ অপরাহ্ণ
তারাকান্দা (ময়মনসিংহ) প্রতিনিধি।।
ময়মনসিংহের তারাকান্দায় আন্তর্জাতিক দুনীতিবিরোধী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ( ৯ ডিসেম্বর) সকালে উপজেলা পরিষদের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তারাকান্দা উপজেলা নির্বাহী অফিসার আমিনুল ইসলাম।
তারাকান্দা উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মাসুদুর রহমানের সভাপতিত্বে ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মো: কামরুল হক এর সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার ভূমি নাজমুস সালেহীন,উপজেলা কৃষি অফিসার অরনিমা কাঞ্চি সুপ্রভা শাওন,উপজেলা একাডেমিক সুপারভাইজার সুধন কুমার বিশ্বাস।
বীর মুক্তিযোদ্ধা ইদ্রিস আলী সরকার,তারাকান্দা উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আব্দুল মালেক,জামায়াতে উপজেলা আমির আব্দুল হান্নান,তারাকান্দা উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক কাজি আব্দুল বাতেন,মোখলেছুজ্জামান মুখ ও আসাদ উল্লাহ আসাদসহ উপজেলা তারাকান্দা উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির নেতৃবৃন্দ।

