প্রকাশিত হয়েছেঃ আগস্ট ১৮, ২০২৫ সময়ঃ ২:৩৪ অপরাহ্ণ

Spread the love
ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি।।
ময়মনসিংহের ভালুকায় বসতবাড়িসহ পৈত্রিক জমি রক্ষায় সংবাদ সম্মেলন করেছেন একটি ভূক্তভোগী পরিবার। উপজেলার ভায়াবহ গ্রামের প্রবাসি আবুল কাশেমের ছেলে নাজমুল হক সংবাদ সম্মেলনের আয়োজন করেন। সোমবার (১৮ আগস্ট) সকালে ভালুকা প্রেসক্লাবে ওই সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে ভূক্তভোগী পরিবারের পক্ষে নাজমুল হক তার লিখি বক্তব্যে বলেন, ভায়াবহ মৌজার ১৩৫ নম্বর দাগে ৩৬ শতাংশ জমি ক্রয় করে তারা দীর্ঘদিন ধরে ভোগ দখলে আছেন। সম্প্রতি তাদের বসতবাড়ি পাশে নর্প নীট ইন্ডাস্ট্রিজ লিমিটেড নামে একটি কোম্পানীর কাজ শুরু করেন। ওই কোম্পানীর মালিকের সাথে তাদের জমি বিক্রি বিষয়ে আলোচনা চলছিলো। কিš‘ ¯’ানীয় প্রভাবশালী আসাদ উল্ল্যাহ চৌধুরী ধ্রুব ওই জমিটি দখলে নেয়ার পাঁয়তারা শুরু করেন। এমনকি ধ্রুব চৌধুরী বাদি হয়ে তাদের বিরুদ্ধে থানায় মিথ্যে সাধারণ ডায়েরী করেন। পরে থানার এসআই মোশারফ হোসেন তাদের বাড়িতে গিয়ে নানা ধরণের হুমকী দিয়ে আসেন এবং বলেন, বাড়ি ঘর ছেড়ে এখান থেকে চলে না গেলে মামলা দিয়ে সায়েস্তা করা হবে। বর্তমানে তারা পুলিশ এবং ওই প্রভাবশালীর হুমকীতে চরম নিরাপত্তহীনতায় ভোগছেন। সংবাদ সম্মেলনে নাজমুল হকের বৃদ্ধা মা নাজমা আক্তার ও ছোট ভাই নাছির উদ্দন উপস্থিত ছিলেন।

প্রকাশক ও সম্পাদক

আসাদুজ্জামান (ফজলু)

হাউজ নং: ২০, ফ্ল্যাট নং: বি২, রোড নং: ০৭

সেকশন: ১২, উত্তরা, ঢাকা – ১২৩০

মোবাইল: ০১৭১৮-১৯২৬৮৫, ০১৭৬১-৫৮২৩৩৮

ইমেইল: contact@digontabarta.com