প্রকাশিত হয়েছেঃ আগস্ট ১৭, ২০২৫ সময়ঃ ১০:৪৬ অপরাহ্ণ
রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
বিএনপি চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী ও গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষে ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাগলা থানাধীন
এডভোকেট শাহাব উদ্দিন কলেজ শাখার
ছাত্রদলের উদ্যোগে আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৭ আগষ্ট) দুপুরে কলেজ হলরুমে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এডভোকেট শাহাব উদ্দিন কলেজ শাখার ছাত্রদলের আহ্বায়ক মো: সালমান আহমেদ।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাগলা থানা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোজাহিদুল কবির (সেলিম)।
এডভোকেট শাহাব উদ্দিন কলেজ শাখার ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক জোনায়েদ আহমেদ বাপ্পির পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন পাঁচবাগ ইসলামিয়া ফাজিল মাদ্রাসা ছাত্রদলের আহ্বায়ক মাজেদুর রহমান সাজিদ, এডভোকেট শাহাবুদ্দিন কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক মোঃ ফাহাদ মিয়া, পাঁচবাগ ইসলামিয়া ফাজিল মাদ্রাসা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি সাব্বির আহমেদ প্রমূখ। এসময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রদলের নেতৃবৃন্দ সহ বিপুল সংখ্যক কর্মী উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান এবং তার পুত্র আরাফাত রহমান কোকোর আত্মার মাগফেরাত এবং খালেদা জিয়া ও তারেক রহমানের সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় দোয়া করা হয়।
উল্লেখ্য, ১৯৪৫ সালের ১৫ আগস্ট দিনাজপুরে জন্মগ্রহণ করেন বেগম খালেদা জিয়া। দেশের ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে তিনবার দায়িত্ব পালন করেছেন তিনি।
####