প্রকাশিত হয়েছেঃ আগস্ট ৩, ২০২৫ সময়ঃ ৩:৪২ অপরাহ্ণ
রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
ময়মনসিংহের গফরগাঁওয়ে গত শনিবার পরিদর্শনে আসেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব নাসরিন জাহান।
সকালে তিনি উপজেলা পরিষদ চত্বরে পৌঁছলে উপজেলা নির্বাহী অফিসার এন. এম. আব্দুল্লাহ আল মামুন ও সহকারী কমিশনার (ভূমি) আমির সালমান রনি ফুলেল শুভেচ্ছা জানান।
পরে সচিব নাসরিন জাহান উপজেলা পরিষদ চত্ত্বর, জামতলা মোড়, বটতলা চত্ত্বর, জব্বারের মোড়, চরআলগী ব্রিজ সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান পরিদর্শন এবং দিকনির্দেশনা প্রদান করেন।
এসময় গফরগাঁও উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
####