প্রকাশিত হয়েছেঃ আগস্ট ৩, ২০২৫ সময়ঃ ৩:২৪ অপরাহ্ণ
আসাদুজ্জামান ভালুকা (ময়মনসিংহ)।।
ময়মনসিংহের ভালুকা আঞ্চলিক শ্রমিকলীগ সভাপতি নজরুল ইসলাম সরকারকে (৫৫) গ্রেফতার করা হয়েছে। একটি হত্যাসহ তিনটি মামলায় রোববার (০ ৩ আগস্ট) তাকে আদালতে পাঠানো হয়েছে। ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হুমায়ুন কবির নজরুল সরকারের গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন।
থানা সূত্রে জানা যায়, সরকার পরিবর্তনের পর থেকে ভালুকা আঞ্চলিক শ্রমিকলীগ সভাপতি নজরুল ইসলাম সরকার আত্মগোপনে ছিলেন। এদিকে, ভালুকা আঞ্চলিক শ্রমিকলীগ সভাপতি নজরুল ইসলাম সরকারকে গত শুক্রবার (০২ আগস্ট) র্যাব-১, ঢাকার উত্তরা থেকে গ্রেফতার করে বিমানবন্দর থানায় হস্তান্তর করে। পরে, ভালুকা মডেল থানা পুলিশ বিমান বন্দর থানা থেকে গত শনিবার (০২ আগস্ট) রাতে ভালুকায় নিয়ে আসে এবং ভালুকা মডেল থানার তোফাজ্জল হত্যা মামলাসহ তিনটি মামলায় গ্রেফতার দেখিয়ে রোববার (০৩ আগস্ট) তাকে আদালতে পাঠানো হয়।
ভালুকা মডেল থানার অফিসার ইনচর্জা (ওসি) মো. হুমায়ুন কবির জানান, বিমান বন্দর থানা থেকে নজরুল সরকারকে শনিবার রাতে ভালুকা মডেল থানা নিয়ে আসা হয়েছে এবং ৫ দিনের রিমান্ড চেয়ে একটি হত্যাসহ তিনটি মামলায় তাকে আদালতে পাঠানো হয়েছে।
মোট পড়া হয়েছে: ৩