প্রকাশিত হয়েছেঃ আগস্ট ১, ২০২৫ সময়ঃ ৭:১৮ অপরাহ্ণ
আসাদুজ্জামান ভালুকা (ময়মনসিংহ)।।
বন্ধুদের নিয়ে সাতার কাটতে গিয়ে পানিতে ডুবে নাবেদুল হাসান নাবিল (১৪) নামে এক মাদরাসা ছাত্র ও বায়েজীদ হাসান মিম (২৫) নামে এক কনটেন্ট ক্রিয়েটরের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার (১ আগস্ট) দুপুরে ভালুকা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড খিরু ব্রীজের দক্ষিণপাড়ে অবস্থিত আশরাফুল উলুম কওমী মাদরাসার হিফজ পড়ূয়া ছাত্র নাবিল মাদরাসার পাশে একটি পুকুরে পড়ে মারা যায়। নাবিল ভালুকা উপজেলার কাইচাঁন গ্রামের প্রবাসি উসমান মিয়ার ছেলে।
একইদিন সকালে ভালুকা উপজেলার চান্দাব গ্রামের ফরহাদ হোসেনের ছেলে বায়েজিদ হাসান মিম (২৫) তার চার বন্ধুকে নিয়ে গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার পাঁচুয়া গ্রামে অবস্থিত ভাইরাল শাপলা বিলে ভিডিও করতে যান। ওই সময় নৌকা ডুবে মিমসহ দুই যুবক পানিতে ডুবে মারা যান।
ভালুকা মডেল থানার এসআই রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কাপাসিয়ার ঘটনাটি তারা শুনেছেন। আর পানিতে ডুবে মাদরাসা ছাত্রের মৃত্যুর ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।
মোট পড়া হয়েছে: ৩