প্রকাশিত হয়েছেঃ জুলাই ১৩, ২০২৫ সময়ঃ ৩:৫০ অপরাহ্ণ
আসাদুজ্জামান ভালুকা (ময়মনসিংহ)।।
এসএসসি পরীক্ষায় নাজমুস সাইদ নাশিত ১২৩৭ নম্বরসহ গোল্ডেন জিপিএ ৫ পেয়ে কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়েছে। সে ময়মনসিংহের ভালুকা উপজেলার উরাহাটি গ্রামের প্রকৌশলী মো: আসিফ মিনহাজ সায়েম ও মাতা নাহিদা পারভীন ন্যান্সির একমাত্র সন্তান, ইনকিলাব ভালুকা সংবাদদাতা কামরুল হাসান পাঠান কামালের মেয়ের ঘরের নাতি এবং জেলা সহকারী শিক্ষা অফিসার জামাল উদ্দিনের ছেলে ঘরের নাতি। এ বছর নাশিত ঢাকার রাজউক উত্তরা মডেল কলেজ থেকে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছিলো। ভবিষ্যতে নাশিত বাবার মতোই প্রকৌশলী হতে চায়। সে সবার কাছে দোয়া প্রার্থী।
###