প্রকাশিত হয়েছেঃ জুলাই ১৩, ২০২৫ সময়ঃ ৩:৪৫ অপরাহ্ণ
আসাদুজ্জামান ভালুকা (ময়মনসিংহ)।।
ময়মনসিংহের ভালুকায় পাঁচ রাউন্ড গুলিসহ একটি পিস্তল উদ্ধার করা হয়েছে। যৌথবাহিনীর অভিযানে গত শনিবার (১২ জুলাই) রাতে উপজেলার হবিরবাড়ি ইউনিয়ন কৃষকদলের সহসভাপতি জীবনতলা গ্রামের হাফিজ উদ্দিনের বাড়ির পাশ থেকে উদ্ধার হয় ওই পিস্তল ও গুলি। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য বাড়ির মালিক হাফিজ উদ্দিনকে আটক করা হলেও পরে তাকে ছেড়ে দেয়া হয়।
থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে জীবনতলা গ্রামে অভিযান চালায় যৌথবাহিনী। ওই সময় উপজেলার হবিরবাড়ি ইউনিয়ন কৃষকদলের সহসভাপতি জীবনতলা গ্রামের হাফিজ উদ্দিনের বাড়ির পাশ থেকে উদ্ধার করা হয় পাঁচ রাউন্ড গুলিসহ একটি পিস্তল উদ্ধার করা হয়। ওই সময় বাড়ির মালিক হাফিজ উদ্দিনকে আটক করে পুলিশে হস্তান্তর করা হলেও রহস্যজনক কারণে পুলিশ তাকে ছেড়ে দেয়।
ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হুমায়ুন কবীর জানান, ঘটনার রাতে হফিজ উদ্দিনের বাড়ি থেকে প্রায় ৪০ ফুট দূরে পলিথিনে মোড়ানো জংধরা একটি পিস্তল ও ৫ রাউন্ড উদ্ধার করা হয়েছে। ওই সময় জিজ্ঞাসাবাদের জন্য হাফিজ উদ্দিনকে আটক করা হলেও অস্ত্রের সাথে তার সম্পৃক্তিতা না পাওয়ায় তাকে ছেড়ে দেয়া হয়। ওই ঘটনায় মামলা প্রক্রিয়াধিন। ভালুকা মডেল থানার অফিসার
মোট পড়া হয়েছে: ৪