প্রকাশিত হয়েছেঃ জুলাই ১৩, ২০২৫ সময়ঃ ৩:৫৪ অপরাহ্ণ
আসাদুজ্জামান ভালুকা (ময়মনসিংহ)।।
ময়মনসিংহের ভালুকায় সাপের কামড়ে জাহাঙ্গীর আলম (২৫) নামে এক ব্যবসায়ী ও পানিতে ডুবে সাত বছরের শিশুর মৃত্যু হয়েছে। ঘটনাটি দু’টি ঘটেছে শনিবার রাতে উপজেলার পাড়াগাঁও ও মরচী গ্রামে।
স্থানীয় সূত্রে জানা যায়,উপজেলার পাড়াগাঁও গ্রামের বাসিন্দা গতিয়ারচালা বাজারের ব্যবসায়ী জাহাঙ্গীর আলম তূষার নিজ ব্যবসা প্রতিষ্ঠান জাহাঙ্গীর স্টোরে ক্যাশবাক্সের টেবিলে বসে দোকান পরিচালনা করছিলেন। ঘটনার সময় একটি বিষাক্ত সাপ এসে তার ডান পায়ে কামড় দেয়। জাহাঙ্গীর স্বচক্ষে সাপ দেখতে পেয়ে আশপাশের লোকজনকে ডেকে জানায়। সেখান থেকে তাকে উদ্ধার করে প্রাইভেটকার যোগে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পর কর্তব্যর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তূষার ওই গ্রামের মো. আবুল হোসেনের ছেলে। তিনি গত ৮ মাস পূর্বে ভালুকা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড কাঠালী এলাকার বাসিন্দা মফিজুল ইসলামের মেয়ে ইকরাকে বিয়ে করেন।
অপরদিকে গত শনিবার বিকালে উপজেলার মরচী গ্রামের বাসিন্দা হাফিজুল ইসলামের মেয়ে মীম আক্তার বাড়ি থেকে বের হয়ে যায়। সন্ধ্যার দিকেও বাড়ি না ফেরায় তার পরিবারের লোকজন বিভিন্ন জায়গায় খোঁজাখুজি শুরু করেন। অবশেষে বাড়ির পাশের পানির ডুবা থেকে মীমের মৃতদেহ উদ্ধার করা হয়।