প্রকাশিত হয়েছেঃ অক্টোবর ২০, ২০২৪ সময়ঃ ৬:৪১ অপরাহ্ণ

Spread the love

মোঃ জাকির হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি।।

ময়মনসিংহের তারাকান্দা থেকে ৩ শত ৯৬ বোতল ফেন্সিডিল সহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাব-১৪।

শনিবার (১৯ অক্টোবর) দুপুরে তারাকান্দা উপজেলার ময়মনসিংহ-শেরপুর সড়কের রুপচন্দ্রপুর এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- ময়মনসিংহ সদর উপজেলার দিঘার কান্দা গ্রামের মাহবুব মিয়া (৩০) ও চর বরভিলা গ্রামের মফিজুল ইসলাম (৪৫)।

জানা গেছে, র‌্যাব-১৪ গোপন তথ্যের ভিত্তিতে তারাকান্দার শেরপুর-ময়মনসিংহ হাইওয়ে রোডস্থ রুপচন্ডপুর গ্রামে চেকপোস্ট বসানো হয়। দুপুরে একটি অটোরিকশাযোগে দুই ব্যক্তি যাচ্ছিলেন। এ সময় সন্দেহভাজন হিসেবে অটোরিকশাটিকে থামানো হয়। পরে রিকশাটিতে তল্লাশি চালানো হলে ৩ শত ৯৬ বোতল ফেন্সিডিল পাওয়া যায়। পরে ওই দুইজনকে আটক করে র‌্যাব।

এ বিষয়ে তারাকান্দা থানা অফিসার ইনচার্জ মো. টিপু সুলতান জানান, শনিবার দিনগত রাতে থানায় আসামীদের সোপর্দ করে র‌্যাব। রাতেই মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলা রজু করা হয়। আসামিদের রোববার বিকালে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলেও জানান ওসি টিপু সুলতান।

প্রকাশক ও সম্পাদক

আসাদুজ্জামান (ফজলু)

হাউজ নং: ২০, ফ্ল্যাট নং: বি২, রোড নং: ০৭

সেকশন: ১২, উত্তরা, ঢাকা – ১২৩০

মোবাইল: ০১৭১৮-১৯২৬৮৫, ০১৭৬১-৫৮২৩৩৮

ইমেইল: contact@digontabarta.com