প্রকাশিত হয়েছেঃ ফেব্রুয়ারি ২৩, ২০২৪ সময়ঃ ৭:০৯ অপরাহ্ণ

ষ্টাফ রিপোর্টার, দিগন্তবার্তা ডটকম।।

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আজ ২৩ ফেব্রুয়ারী, শুক্রবার সকাল ১০ টায় ধানমন্ডি কলাবাগানস্থ কেন্দ্রীয় কার্যালয়ে ইসলামী গণতান্ত্রিক পার্টি আয়োজিত এক আলোচনা সভায় সভাপতির বক্তব্যে ইসলামী গণতান্ত্রিক পার্টি ও প্রগতিশীল ইসলামী জোটের চেয়ারম্যান, সাবেক এম পি, লায়ন এম এ আউয়াল বলেন, আজো উচ্চ আদালতের মাননীয় বিচারপতি গণ মামলার রায় ইংরেজিতে লিখেন,যা দেশের বিচার প্রার্থী সাধারণ মানুষ নিজেরা পড়তে  ও বুঝতে পারেন না।এদেশের মানুষ  মাতৃভাষা বাংলাকে জীবন দিয়ে রাষ্ট্রভাষা হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। তাই উচ্চ আদালতের মামলার রায় বাংলায় লিখে মহান ভাষা আন্দোলনের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য দাবি জানাচ্ছি।

ইসলামী গণতান্ত্রিক পার্টির মহাসচিব ও প্রগতিশীল ইসলামী জোটের সমন্বয়কারী, সাবেক পি পি এডভোকেট মোঃ নূরুল ইসলাম খান এর সঞ্চালনায় অনুষ্ঠানে লায়ন এম এ আউয়াল আরও বলেন, অপ্রতিরোধ্য সিন্ডিকেটের কারসাজিতে খাদ্য সহ নিত্যপণ্যের লাগামহীন উর্ধগতির প্রতিবাদ জানিয়ে পবিত্র রমজান মাস শুরু হওয়ার পূর্বেই এসব অসাধু ব্যবসায়ী সিন্ডিকেট চক্রের বিরুদ্ধে কঠোর আইনী পদক্ষেপ নিয়ে রমজান মাসে মানুষের কষ্ট লাঘবে খাদ্য সহ নিত্য পণ্যের দাম সহনীয় পর্যায়ে রাখার জন্য তিনি মাননীয় প্রধানমন্ত্রীর নিকট জোর দাবী জানান।

আলোচনা সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন, গণ আজাদী লীগের চেয়ারম্যান ও প্রগতিশীল ইসলামী জোটের কো চেয়ারম্যান মোঃ আতাউল্লাহ খান, বাংলাদেশ তরীকত ফ্রন্টের চেয়ারম্যান ও প্রগতিশীল ইসলামী জোটের কো চেয়ারম্যান মুফতি সৈয়্যদ মাহাদী হাসান বুলবুল।  অন্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন ইসলামী গণতান্ত্রিক পার্টি র  প্রেসিডিয়াম সদস্য কাজী মাসুদ আহম্মেদ ও যুগ্ম মহাসচিব মাওলানা শামসুল ইসলাম।

প্রকাশক ও সম্পাদক

আসাদুজ্জামান (ফজলু)

হাউজ নং: ২০, ফ্ল্যাট নং: বি২, রোড নং: ০৭

সেকশন: ১২, উত্তরা, ঢাকা – ১২৩০

মোবাইল: ০১৭১৮-১৯২৬৮৫, ০১৭৬১-৫৮২৩৩৮

ইমেইল: contact@digontabarta.com