প্রকাশিত হয়েছেঃ আগস্ট ২, ২০২৫ সময়ঃ ৮:৫৫ অপরাহ্ণ
রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
ময়মনসিংহের গফরগাঁওয়ে লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপির প্রেসিডিয়াম সদস্য ও সাবেক উপজেলা চেয়ারম্যান এস. এম. মোরশেদের পক্ষে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছেন উপজেলা ও স্থানীয় নেতৃবৃন্দ।
গত শুক্রবার (১ আগষ্ট) দিনব্যাপী ত্রয়োদশ জাতীয় সংসদ সদস্য নির্বাচনকে সামনে রেখে উপজেলা এলডিপির সভাপতি মোঃ মোতাহার হোসেনের নেতৃত্বে দলীয় নেতৃবৃন্দ এই গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছেন। এছাড়াও এলাকায় বিভিন্ন শ্রেণীর পেশা মানুষের সাথেও মতবিনিময় করেন।
উপজেলার ১০ নং উস্হি ইউনিয়নের ধাইরগাঁও বাজার, কলারগাঁও (কলুর মোড়) বাজার, মৃধা বাজার, উস্হি পুরাতন বাজার, উস্হি নতুন (বোর্ড) বাজার ও কান্দাপাড়া মোড়ে এ কর্মসূচি পালন করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) গফরগাঁও উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ মোশারফ হোসেন খান, সাংগঠনিক সম্পাদক মোঃ ওমর ফারুক, সহ দপ্তর সম্পাদক শামছুল হক মাষ্টার, উস্থি ইউনিয়ন এলডিপি নেতা আবুল কালাম ও লাল মিয়া প্রমূখ।
####