প্রকাশিত হয়েছেঃ ফেব্রুয়ারি ১৩, ২০২৪ সময়ঃ ৬:২১ অপরাহ্ণ
রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় পাগলা থানাধীন চরশাখচূড়া আব্দুল হাফেজ দাখিল মাদ্রাসার আয়োজনে ২০২৪ সালের দাখিল পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে মাদ্রাসা হলরুমে সুপার মাওলানা মোঃ তাজুল ইসলাম মীর এর সভাপতিত্বে উক্ত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উক্ত মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি, আওয়ামী লীগ নেতা বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আসাদুজ্জামান মজনু। বিশেষ অতিথি ছিলেন:পাঁচবাগ ইউনিয়নের ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি নূরে আলম সিদ্দিকী হিরা।
অনুষ্ঠানে প্রধান অতিথি মোঃ আসাদুজ্জামান মজনু বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, আমার বিশ্বাস আছে তোমরা পরীক্ষায় ভালো করবে। তোমরা অত্যন্ত মানবিক ও নৈতিক শিক্ষা পেয়েছো। তোমাদের (শিক্ষার্থী) শৃঙ্খলা দেখে আমি মুগ্ধ। শিক্ষার্থীদের আলোকিত মানুষ রূপে গড়তে আন্তরিকতার সাথে পাঠদানসহ শৃঙ্খলা ও নৈতিক শিক্ষা দেয়ার জন্য সুপার সহ সকল শিক্ষকদের ধন্যবাদ জানান তিনি।
বিশেষ অতিথি নূরে আলম সিদ্দিকী হিরা বলেন, বর্তমান আওয়ামী লীগ সরকার শিক্ষা বান্ধব সরকার। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার শিক্ষা ক্ষেত্রে আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে ।
মাদ্রাসার শিক্ষক শারফুল ইসলাম ও আফরোজা সুলতানা রুমা পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, শিক্ষক ইদ্রিস আলী, আইনুল হুদা মিন্টু, আরিফ বিল্লাহ, মোঃ মহিবুল্লাহ, মোছাঃ আরাফাত ও ম্যানেজিং কমিটির সদস্য আবুল কাশেম মৃধা, বিদায়ী শিক্ষার্থী জোনাকি, ইসমাইল হোসেন ও দশম শ্রেণীর শিক্ষার্থী মোঃ আরমান প্রমুখ।
এ সময় মাদ্রাসার ম্যানেজিং কমিটির সদস্য, শিক্ষক-কর্মচারী, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। পরে দাখিল পরীক্ষার্থীদের সফলতা কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।