প্রকাশিত হয়েছেঃ ফেব্রুয়ারি ১১, ২০২৪ সময়ঃ ৯:০৫ অপরাহ্ণ
রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
“পুলিশই জনতা, জনতাই পুলিশ, মাদক মুক্ত দেশ গড়ি, বাল্য বিবাহ বন্ধ করি, ইভটিজিংকে না বলি” এই শ্লোগানকে সামনে রেখে ময়মনসিংহের গফরগাঁওয়ের পাগলা থানা পুলিশের উদ্যোগে বিট পুলিশিং উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
গত বৃহস্পতিবার দুপুরে এক নম্বর বিট মশাখালী ইউনিয়নের মুখী পল্লী সেবক উচ্চ বিদ্যালয় মিলনায়তনে বিট পুলিশিং উঠান বৈঠক সচেতনতামূলক সভার প্রধান আলোচক ছিলেন পাগলা থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ খায়রুল বাশার।
মুখী পল্লী সেবক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের সভাপতিত্বে সভায় বিট অফিসার, বিদ্যালয়ের শিক্ষক মন্ডলী , অভিভাবক, ছাত্র-ছাত্রী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সভায় ইভটিজিং ,বাল্যবিবাহ, নারী নির্যাতন, মাদক,মোবাইলের অপব্যবহার, আত্মহত্যার প্রবণতা, ৯৯৯ সেবা সহ আইন শৃঙ্খলা সংক্রান্তে আলোচনা করা হয়।