প্রকাশিত হয়েছেঃ ফেব্রুয়ারি ১১, ২০২৪ সময়ঃ ৮:২২ অপরাহ্ণ
রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।

“লেখাপড়ায় বিদ্যা-বুদ্ধি, বিনোদনে মন, সুস্থ শরীর গড়তে হলে খেলা প্রয়োজন” এ শ্লোগানকে সামনে রেখে ময়মনসিংহের গফরগাঁও সেন্ট্রাল স্কুল এন্ড কলেজের দুইদিন ব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, সংস্কৃতি ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান গতকাল রোববার স্কুল প্রাঙ্গণে সম্পন্ন হয়েছে।
উক্ত প্রতিষ্ঠানের সভাপতি ও প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা আলাল আহমেদের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ মোঃ রেজাউল কবীর।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর আলফাজ উদ্দিন, স্কুল প্রতিষ্ঠাতা
ফয়েজুল হক ও মোঃ মোস্তাইনুল হক, সাংবাদিক রফিকুল ইসলাম খান ও রোবেল মাহমুদ।
ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান শেষে বিভিন্ন ইভেন্টের বিজয়ী শিক্ষার্থীর মাঝে পুরস্কার তুলে দেয়া হয়। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন স্কুল এন্ড কলেজের শিক্ষকবৃন্দ, ছাত্র-ছাত্রী ও অভিভাবকবৃন্দ।