গাজীপুর সিটি করপোরেশনে জন্ম নিবন্ধন সেবায় স্বচ্ছতা প্রতিষ্ঠা: দায়িত্বশীলতার দৃষ্টান্ত… সুহেলি নাজনীন
প্রকাশিত হয়েছেঃ নভেম্বর ১৪, ২০২৫ সময়ঃ ১০:০৯ অপরাহ্ণ
গাজীপুর থেকে প্রতিনিধি।।

গাজীপুর সিটি কর্পোরেশনের জন্ম নিবন্ধন শাখায় স্বচ্ছতা, নিয়মশৃঙ্খলা ও নাগরিকবান্ধব সেবা নিশ্চিত করে ইতিবাচক পরিবর্তন এনেছেন কর্মকর্তা সুহেলি নাজনীন। দালালচক্রের দীর্ঘদিনের প্রভাব, অনিয়ম ও অস্বচ্ছতার মধ্যেও দায়িত্ব পালনে তার দৃঢ়তা শাখাটিকে পরিচ্ছন্ন ও কার্যকর প্রশাসনিক কাঠামোতে রূপ দিয়েছে।
সেবাগ্রহীতাদের প্রয়োজনীয় কাগজপত্র যাচাই, তথ্য নথিভুক্তকরণ ও ডিজিটাল আপডেট—প্রতিটি ধাপেই তিনি নিয়ম মেনে কাজ করেন। তার কঠোর স্বচ্ছতা নীতি ও ঘুষবিহীন প্রক্রিয়া চালু হওয়ায় জন্ম নিবন্ধন কার্যক্রম এখন আগের চেয়ে নির্বিঘ্ন ও দ্রুত সম্পন্ন হচ্ছে।
সিটি কর্পোরেশনের একাধিক সূত্র জানায়, জন্ম নিবন্ধন শাখায় বছরের পর বছর ধরে কিছু দালালচক্র সক্রিয় ছিল; তারা নাগরিকের অজ্ঞতা ও দুর্বলতা ব্যবহার করে সুবিধা নিতে চাইতো। সুহেলি নাজনীন দায়িত্ব গ্রহণের পর এসব চক্রের সুযোগ সীমিত হয়ে যায়। এ কারণে সাম্প্রতিক সময়ে বিভিন্ন অনলাইন পোর্টালে তার বিরুদ্ধে উদ্দেশ্যমূলক ও অসত্য তথ্য ছড়ানো হচ্ছে বলে কর্মকর্তারা দাবি করেন।
সুহেলি নাজনীন বলেন,“নাগরিকের অধিকার রক্ষাই আমার দায়িত্ব। সঠিক নিয়মে কাজ করার ফলে যারা অবৈধ সুবিধা নিতে পারে না, তারাই অপপ্রচারে নেমেছে। এতে নিরুৎসাহিত নই—বরং এটি আমাকে আরও দৃঢ় করে।”
জন্ম নিবন্ধন শাখাকে অনিয়মমুক্ত রাখতে তার কঠোর অবস্থান ও দায়িত্বশীলতা এখন সাধারণ মানুষের আস্থা অর্জন করেছে। স্বচ্ছতা, শৃঙ্খলা ও সেবা-সচেতনতার মাধ্যমে তিনি একটি কার্যকর প্রশাসনিক উদাহরণ স্থাপন করেছেন—যা গাজীপুর সিটি কর্পোরেশনের সেবাখাতে ইতিবাচক পরিবর্তনের দিশা দেখাচ্ছে।
#

