প্রকাশিত হয়েছেঃ নভেম্বর ১৪, ২০২৫ সময়ঃ ১০:১৫ অপরাহ্ণ

Spread the love
মোঃ জাকির হোসেন।।

ময়মনসিংহ মহানগর জামায়াত এর উদ্যোগে জাতীয় নির্বাচন এর আগে গণভোট, পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচনসহ ৫ দফা দাবী আদায়ের লক্ষ্যে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

শুক্রবার (১৪ নভেম্বর) বাদ জুমা ময়মনসিংহ রেলওয়ে কৃষ্ণচূড়া চত্বরে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।

মহানগর জামায়াত এর সহকারী সেক্রেটারি মাহবুবুল হাসান শামীম এর সঞ্চালনায় সভাপতিত্ব করেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও মহানগর আমীর, ময়মনসিংহ-৪ (সদর) আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা কামরুল আহসান এমরুল।
তিনি বলেন, জাতীয় নির্বাচন এর আগেই গনভোট এর আয়োজন করতে হবে এবং পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন হতে হবে। লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করেই জাতীয় নির্বাচন এর আয়োজন করতে হবে অন্যথায় দেশবাসী তা মেনে নেবে না। সন্ত্রাস, দুর্নীতিমুক্ত মানবিক বাংলাদেশ গড়ার জন্য জামায়াতের এ আন্দোলন বলেও উল্লেখ করেন তিনি।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ময়মনসিংহ জেলা শাখার আমীর জনাব আব্দুল করিম।
তিনি বলেন, ৫ আগস্টের পর নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে। মানুষ নতুন কিছু ভাবতে শুরু করেছে। এখন সবাই জামায়তকে চায়। জামায়াত মানুষের কল্যাণ চায় বলে মানুষ জামায়তকে ক্ষমতায় দেখতে চায়। আমরা ভবিষ্যৎ প্রজন্মের জন্য এ দেশকে নিরাপদ হিসেবে গড়ে তুলবো।

বিশেষ অতিথি হিসেবে আরোও উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মোজাম্মেল হক আকন্দ, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) আসনের সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মঞ্জুরুল হক হাসান, গৌরীপুর উপজেলা জামায়াত এর আমীর ও ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা বদরুজ্জামান, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ময়মনসিংহ মহানগর এর সভাপতি শরিফুল ইসলাম খালিদ।

সংক্ষিপ্ত সমাবেশ শেষে বিক্ষোভ মিছিলটি রেলওয়ে কৃষ্ণচূড়া চত্বর থেকে শুরু হয়ে ব্রীজ মোড় হয়ে চরপাড়া মোড়ে শেষ হয়।

মিছিলে নেতা কর্মীরা পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন, লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতকরণ, জাতীয় পার্টিসহ ১৪ দল নিষিদ্ধের স্লোগান দেন।

অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাহবুবুর রশীদ ফরাজি, মহানগর জামায়াত এর অর্থ সম্পাদক গোলাম মহসিন খান, অফিস সেক্রেটারি খন্দকার আবু হানিফ, কর্মপরিষদ সদস্য ডাঃ আব্দুল আজিজ, ইঞ্জি. আব্দুল বারী সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

প্রকাশক ও সম্পাদক

আসাদুজ্জামান (ফজলু)

হাউজ নং: ২০, ফ্ল্যাট নং: বি২, রোড নং: ০৭

সেকশন: ১২, উত্তরা, ঢাকা – ১২৩০

মোবাইল: ০১৭১৮-১৯২৬৮৫, ০১৭৬১-৫৮২৩৩৮

ইমেইল: contact@digontabarta.com