প্রকাশিত হয়েছেঃ অক্টোবর ৩০, ২০২৫ সময়ঃ ৪:৫২ অপরাহ্ণ
রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
ময়মনসিংহের গফরগাঁওয়ে সমতল ভূমির ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ৭৫ টি পরিবারের মাঝে ছাগল ও উপকরণ বিতরন করা হয়েছে।
২০২৫-২৬ অর্থ বছরের ক্ষুদ্র নৃ-গোষ্ঠির আর্থ-সামাজিক ও জীবন মানোন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় প্রথম পর্যায়ে ৭৫ জন সুফলভোগী পরিবারের মাঝে দুটি করে ছাগল, পাঁচটি ফ্লোর ম্যাট, চারটি পিলার ও দুটি ঢেউটিন বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকালে গফরগাঁও উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে উপজেলা প্রাণিসম্পদ কার্যালয় চত্ত্বরে এসব ছাগল ও উপকরণ বিতরণ করা হয়।
গফরগাঁও উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মতিউর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ছাগল ও উপকরণ বিতরন করেন উপজেলা নির্বাহী অফিসার এন. এম. আব্দুল্লাহ আল মামুন।
এসময় সিনিয়র উপজেলা মৎস্য অফিসার তাহমিনা খাতুন, উপজেলা ভেটেরিনারি সার্জন ডাঃ দেলোয়ার হোসেন শামী সহ উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা-কর্মচারীবৃন্দ
উপস্থিত ছিলেন।
বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার এন. এম. আব্দুল্লাহ আল মামুন সুবিধাভোগীদের উদ্দেশ্যে বলেন, সরকার আপনাদের জীবন মান উন্নয়নের লক্ষ্যে কাজ করে যাচ্ছে। আপনারা সুবিধাগুলো অপব্যয় না করে সঠিক ব্যবস্থাপনায় লালন পালন করে আপনাদের জীবনমান উন্নয়নের দিকে ধাবিত করেন।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মতিউর রহমান বলেন, “সমতলভূমির অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠির ৭৫ জন সুফলভোগী পরিবারের মাঝে দুটি করে ছাগলসহ প্রয়োজনীয় উপকরণ সরবরাহ করা হয়েছে। এতে তারা নিজেদেরকে স্বাবলম্বী করে গড়ে তুলতে পারবে। আমরা নিয়মিত তদারকির মাধ্যমে এসব ছাগলের দেখভালসহ প্রয়োজনীয় চিকিৎসা সেবা প্রদান করবো।”
#####

