প্রকাশিত হয়েছেঃ ফেব্রুয়ারি ২৪, ২০২৪ সময়ঃ ৭:২১ অপরাহ্ণ

Spread the love
রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
জমি- জমার বিরোধ ও পারিবারিক কলহকে কেন্দ্র করে ময়মনসিংহের গফরগাঁও উপজেলার মশাখালী ইউনিয়নের মশাখালি টানপাড়া (ব্যাপারী বাড়ি) গ্রামের এক বসত বাড়িতে হামলার ঘটনা ঘটেছে।
গত শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) রাতে প্রতিপক্ষের একদল দা, লোহার রড ও লাঠি নিয়ে ফজলুল হকের বাড়িতে তার ছেলেমেয়েসহ পরিবারের সদস্যদের উপর অতর্কিত হামলা চালায়। এ সময় দুই জন আহত হয়। আহতরা হলেন-রতন (৩০) ও মাইমুনা আক্তার (৩০)। পরে আহতদেরকে গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, পূর্ব শত্রুতার জের ধরে ফজলুল হকের বসত বাড়িতে হামলা করে ভাঙচুর ও লুটপাট চালায় প্রতিপক্ষ লোকজন। এসময় ঘরের জানালাসহ অন্যান্য আসবাবপত্র ভাঙচুর করে। এসময় ঘরের লোকজন বাঁধা দিতে আসলে তাদেরকেও মারধর করে হামলাকারীরা।
অভিযোগ সূত্রে জানা যায়, হামলাকারীরা হচ্ছে, একই গ্রামের প্রতিবেশী মৃত খালেক ব্যাপারীর ছেলে রুবেল ব্যাপারী (৪০),  তার স্ত্রী
জেসমিন আক্তার (৩৫), ছেলে  দিদার মিয়া (১৮), চুরপাড়া গ্রামের শহীদ মেয়ার ছেলে সেলিম মিয়া (২৬),  মজিবর মিয়ার ছেলে রিয়াজ মিয়া (২৪) সহ আরো কয়েক জন মিলে এই হামলা চালায়।
হামলায় আহত মাইমুনা আক্তার জানান, ওরা আমাদের বাড়িতে অবৈধভাবে ঢুকে অতর্কিত হামলা চালায় এবং আমাদেরকে মারধর করে ঘরের খাটের ড্রয়ারের থাকা ৫০ হাজার টাকা, আমার গলায় স্বর্ণের চেইন ও হাতের এক জোড়া বালা ছিনিয়ে নিয়ে যায়। এছাড়াও ৫টি চেয়ার, ২টি ছাগল, ২০ মন ধানও নিয়ে গেছে। ডাক চিৎকারে আশপাশের লোকজন আসতে দেখে  হামলাকারীরা বলে থানা পুলিশ করলে আমাকে প্রাণে মেরে লাশগুম করে ফেলবে। তাই পুলিশ প্রশাসনের কাছে আমাদের জোর দাবি এই সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে আমাদের জীবনের নিরাপত্তা ব্যবস্থা যেনো করেন।
পাগলা থানার ওসি (তদন্ত) মোহাম্মদ আনোয়ার হোসেন জানান, ঘটনায় রাতে ৯৯৯ কলে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। তবে এ ঘটনায় আমরা কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

প্রকাশক ও সম্পাদক

আসাদুজ্জামান (ফজলু)

হাউজ নং: ২০, ফ্ল্যাট নং: বি২, রোড নং: ০৭

সেকশন: ১২, উত্তরা, ঢাকা – ১২৩০

মোবাইল: ০১৭১৮-১৯২৬৮৫, ০১৭৬১-৫৮২৩৩৮

ইমেইল: contact@digontabarta.com