প্রকাশিত হয়েছেঃ ফেব্রুয়ারি ১২, ২০২৪ সময়ঃ ৮:০২ অপরাহ্ণ
রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
ময়মনসিংহের গফরগাঁওয়ে আইএফআইসি ব্যাংকের আয়োজনে প্রতিবেশী পিঠা উৎসব গত রোববার বিকেলে ব্যাংক কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
গফরগাঁও উপশাখা আইএফআইসি ব্যাংকের অফিস ইনচার্জ জাবের আল পারভেজের সভাপতিত্বে ও শিশির চন্দ্রের সঞ্চালনায় এই পিঠা উৎসবের প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন ব্যাংকের ময়মনসিংহ ব্যাঞ্চ ম্যানেজার আমান উল্লাহ খান।
এ সময় উপস্থিত ছিলেন উপজলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ডাঃ কে. এম. এহছান এডভোকেট, অগ্রণী ব্যাংক গফরগাঁও শাখার ম্যানেজার ফয়সাল আহম্মেদ, সোনালী ব্যাংক গফরগাঁও শাখার ম্যানেজার সাইদুর রহমান খান, ব্যবসায়ী জুবায়েদ হোসেন সুমন, নূরে আলম সিদ্দিক, মানিক, সুদেব সাহা সহ আরো অনেকেই প্রমূখ।
সারা দেশের ন্যায় গফরগাঁও আইএফআইসি ব্যাংক শাখা ব্যাংকিং প্রযুক্তি দোরগোড়ায় পৌঁছে দেবার জন্যই গ্রাহক, ব্যবসায়ী ও শুভানুধ্যায়ীদের সাথে নিয়ে এই পিঠা উৎসব আয়োজন করা হয়।