প্রকাশিত হয়েছেঃ মার্চ ২০, ২০২৩ সময়ঃ ৩:১৬ অপরাহ্ণ

তারাকান্দা (ময়মনসিংহ) প্রতিনিধি।।

মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী কর্তৃক ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ৪র্থ পর্যায়ে জমি ও গৃহ প্রদান কার্যক্রমের শুভ উদ্বোধন এবং তারাকান্দা উপজেলাকে ভূমিহীন ও গৃহহীনমুক্ত ঘোষণা উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২০ মার্চ) বেলা ১২ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে  উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজাবে রহমতের সভাপতিত্বে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ন-২ প্রকল্পের আওতায় ময়মনসিংহ জেলায় উপজেলা টাস্কফোর্স কমিটির সভা ও জেলা টাস্কফোর্স কমিটির সভার মাধ্যমে এ পর্যন্ত মোট ৪১৯৩ টি পরিবারকে “ক” শ্রেণীর ভূমিহীন ও গৃহহীন পরিবার হিসেবে চিহ্নিত করা হয়েছে। তন্মধ্যে ১ম পর্যায়ে ১৩০৫ টি, ২য় পর্যায়ে ৬৪৫ টি এবং ৩য় পর্যায়ে (১ম ধাপ) ৫৫৩ টি গৃহ নির্মাণের মাধ্যমে এ পর্যন্ত ২৫০৩ টি কা শ্রেণীর ভূমিহীন ও গৃহহীন পরিবারকে পুনর্বাসন করা হয়েছে। ৩য় পর্যায়ে (২য় ধাপ) আরও ২৮৭ টি ঘরের নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে। চতুর্থ পর্যায়ে আরও ৫৩৯ টি পরিবারকে পুনর্বাসন করা হবে। অবশিষ্ট ৮৬৪ টি পরিবারকে ২০২২-২০২৩ অর্থবছরে গৃহ প্রদানের মাধ্যমে পুনর্বাসন করা হবে।

সারাদেশের ন্যায় ময়মনসিংহ জেলায় ৫৩৯ টি ভূমিহীন ও গৃহহীন পরিবারের নিকট জমিসহ গৃহ হস্তান্তর করা হবে। একই সাথে উপকারভোগী পরিবারের নিকট জমির কবুলিয়ত, দলিল ও খতিয়ান প্রদান করা হবে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২২ মার্চ বুধবার সকাল ১০  টায় গণভবন প্রান্ত থেকে সমগ্র বাংলাদেশের ন্যায় ময়মনসিংহ জেলাধীন ১৩ টি উপজেলার আশ্রয়ণ প্রকল্পে ভার্চুয়াল মাধ্যমে যুক্ত থেকে ভূমিহীন ও গৃহহীন পরিবারের নিকট জমিসহ গৃহ হস্তান্তর কার্যক্রমের শুভ উদ্বোধন করার সদয় সম্মতি জ্ঞাপন করেছেন। একই সাথে ময়মনসিংহ জেলার তারাকান্দা, ত্রিশাল, ও গৌরিপুর এই ০৩ টি উপজেলাকে ভূমিহীন ও গৃহহীনমুক্ত উপজেলা হিসেবে ঘোষণা করা হবে। উল্লেখ্য, তারাকান্দা উপজেলায় ১ম পর্যায়ে রামপুর ইউনিয়নে মাধবপুর গ্রামে ৩৫টি, বালিখা ইউনিয়নের মাসকান্দায় ১৫ টি মোট ৫০টি, ২য় পর্যায়ে কামারগাঁও ইউনিয়নের কামারগাঁওয়ে ২৮ টি, রাজদারিকেলে ১২টি মোট ৪০ টি, ৩য় পর্যায়ে বানিহালা ইউনিয়নের বানিহালায় ১২ টি, বালিখা ইউনিয়নে বালিখায় ২৮ টি মোট ৪০টি, ৪র্থ পর্যায়ে বানিহালায় ইউনিয়নের বানিহালায় ১৮ টি, বালিখা ইউনিয়নের বালিখায় ৩ টি সহ মোট ২১ টি সর্বমোট ১৫১ টি ঘর বরাদ্দ প্রদান করা হয়েছে।

বুধবার ২২ মার্চ স্থানীয়ভাবে তারাকান্দা উপজেলায় অনুষ্ঠান শুরু হবে সকাল ৯ টায়। ঐ দিনই বেলা ১০ টায় প্রধানমন্ত্রী গণভবন প্রাপ্ত থেকে যুক্ত হয়ে ভিডিও কনফারেন্সের মাধ্যমে উপকারভোগী পরিবারের মাঝে গৃহ হস্তান্তর করবেন।

এসময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি শ্রী প্রদীপ চক্রবর্তী রণু ঠাকুর। উপজেলার প্রকল্প কর্মকর্তা সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

প্রকাশক ও সম্পাদক

আসাদুজ্জামান (ফজলু)

হাউজ নং: ২০, ফ্ল্যাট নং: বি২, রোড নং: ০৭

সেকশন: ১২, উত্তরা, ঢাকা – ১২৩০

মোবাইল: ০১৭১৮-১৯২৬৮৫, ০১৭৬১-৫৮২৩৩৮

ইমেইল: contact@digontabarta.com