প্রকাশিত হয়েছেঃ জানুয়ারি ২৯, ২০২৩ সময়ঃ ৯:০১ অপরাহ্ণ

Spread the love

ময়মনসিংহ প্রতিনিধি।।

সরকারের দমন-নিপীড়ন ও নির্যাতনের বিরুদ্ধে বিরোধী দলের গ্রেফতারকৃত নেতাকর্মীদের মুক্তি এবং বিদ্যুৎ, গ্যাস ও নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্য কমানোসহ ১০ দফা দাবিতে আগামী ৪ ফেব্রুয়ারি ২০২৩ ময়মনসিংহ বিভাগীয় বিএনপি’র সমাবেশ সফল করার লক্ষ্যে আজ (২৯শে জানুয়ারী) রবিবার বিকালে তারাকান্দা উপজেলা বিএনপি’র উদ্যেগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক ও তারাকান্দা উপজেলা পরিষদের সাবেক চেয়াম্যান মোতাহার হোসেন তালুকদার।
আরোও বক্তব্য রাখেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য ও তারাকান্দা উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক আব্দুস সালাম তালুকদার, সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল মালেক, মোখলেছুর রহমান আকন্দ, সাজেদুল করিম খোকন, ইয়াসিন মেম্বার, আব্দুস সালাম সরকার, আব্দুল মান্নান,সেচ্চাসেবক দলের আহবায়ক ছায়াদুল ইসলাম মন্ডল, মৎস্যজীবী দলের আহবায়ক মোখলেছুজ্জামান মুকুল, তারাকান্দা উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, ছাত্রদলের আহবায়ক আলমগীর হোসেন রকি, কলেজ ছাত্রদলের সদস্য সচিব মামুন ফকির প্রমুখ।
নেতৃবৃন্দ বক্তব্যে বলেন যত বাধা আসুক, বিভাগীয় সমাবেশ সফল করার জন্য নিজ নিজ দায়িত্বে ব্যাপক সংখ্যাক নেতাকর্মী নিয়ে সমাবেশ স্থলে হাজির হওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
প্রস্তুতি সভা শেষে উপজেলা সদরের বিভিন্ন মোড়ে ও দোকানে এবং পথচারীদের মাঝে প্রচার পত্র বিতরণ করা হয়।

প্রকাশক ও সম্পাদক

আসাদুজ্জামান (ফজলু)

হাউজ নং: ২০, ফ্ল্যাট নং: বি২, রোড নং: ০৭

সেকশন: ১২, উত্তরা, ঢাকা – ১২৩০

মোবাইল: ০১৭১৮-১৯২৬৮৫, ০১৭৬১-৫৮২৩৩৮

ইমেইল: contact@digontabarta.com