প্রকাশিত হয়েছেঃ ডিসেম্বর ২০, ২০২২ সময়ঃ ৩:১০ অপরাহ্ণ

Spread the love
মোঃ জাকির হোসেন, ময়মনসিংহ প্রতিনিধি।।
শীতের লেপে শ্বাসরুদ্ধ হয়ে দুই মাস বয়সের হাসান নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত শিশু হৃদয় হাসান হীরা ও রুমা আক্তার দম্পতি সন্তান।
ঘটনাটি ঘটেছে ময়মনসিংহ তারাকান্দা উপজেলার বানিহালা ইউনিয়নে তাহের উদ্দিন মাষ্টারের বাড়িতে।
মঙ্গলবার (২০ ডিসেম্বর) সকালে বানিহালা নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত শিশুর চাচা নাঈম মিয়া জানান, দুই মাস আগে ঢাকায় সিজারের মাধ্যমে তাদের জমজ দু’জন ছেলে সন্তানের জন্ম হয়। শিশুর পিতা ঢাকায় থেকে গার্মেন্ট কর্মী হিসেবে কাজ করতেন। গত রোববার তাঁর ঢাকা থেকে নিজের গ্রামের বাড়ি বানিহালায় আসেন। শীতের সকালে ঘুম থেকে উঠে শিশুর ‘মা’ দু’জন শিশুকে শীতের লেপ দিয়ে ঘুমিয়ে রেখে ধান মাড়াই কাজে সহযোগিতা করেছিল। কাজ শেষ শিশুর কাছে গিয়ে দেখেন দুজন শিশুর মধ্যে ছোট শিশু হোসেন খেলা করছেন আর বড় শিশু হাসানের নাকে মুখে শীতের লেপ পরে কোন সারা শব্দ নেই। শিশুর মায়ের কান্না শুনে আমরা বাড়ীর সকলের দৌড়াদৌড়ি করে গিয়ে দেখি শিশুটি নিঃশব্দ। ততক্ষণে বুঝতে পারলাম শিশুটি আর নেই।
সরেজমিনে গিয়ে দেখা যায়, নিহত শিশুর মরদেহ দাফন কাফনের ব্যাবস্থা চলছে। অপরদিকে শিশুর মায়ের বুকফাটা কান্না। তাৎক্ষণিক খবর পায়ে ছুটে আসেন শিশুর নানী। নানীর কান্নায় ভারী হয়ে উঠেছে আকাশ বাতাস। পরিবারের সকলের মাঝে নেমে এসেছে শোকের ছায়া। জমজ দুজন শিশু ছিলেন এই দম্পতির প্রথম সন্তান।

প্রকাশক ও সম্পাদক

আসাদুজ্জামান (ফজলু)

হাউজ নং: ২০, ফ্ল্যাট নং: বি২, রোড নং: ০৭

সেকশন: ১২, উত্তরা, ঢাকা – ১২৩০

মোবাইল: ০১৭১৮-১৯২৬৮৫, ০১৭৬১-৫৮২৩৩৮

ইমেইল: contact@digontabarta.com