প্রকাশিত হয়েছেঃ ডিসেম্বর ৬, ২০২২ সময়ঃ ৪:৩৪ অপরাহ্ণ

Spread the love

মোঃ জাকির হোসেন, ময়মনসিংহ প্রতিনিধি।।

ময়মনসিংহের তারাকান্দা থানা পুলিশ গত চব্বিশ ঘন্টায় অভিযান চালিয়ে এক মাদক ব্যবসায়ী সহ বিভিন্ন মামলায় সাজা পরোয়ানা ভক্ত তিনজন আসামিকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলেন, মাদক ব্যবসায়ী মামুন মিয়া (৩০), সাজা পরোয়ানাভুক্ত আসামি মোঃ বাবুল মিয়া,ডাবল ওয়ারেন্ট ভূক্ত আসামি মোঃ হুমায়ন কবির।

জানাযায়, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী মামুন মিয়া তারাকান্দা পূর্ব পাড়া এলাকার মোফাজ্জল মিয়ার পুত্র। গ্রেফতারের সময় তার কাছ থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট এবং দুই গ্রাম হিরোইন উদ্ধার করা হয়। এছাড়াও সাজা পরোয়ানা ভুক্ত আসামি তারাকান্দা থানার দাদড়া এলাকার মোঃ জালাল মিয়ার পুত্র বাবুল মিয়া কে গাজীপুর এলাকা থেকে এবং ডাবল পরোয়ানা ভুক্ত আসামি তারাকান্দা থানার ওয়াই এলাকার মৃত মীরাশ আলীর পুত্র মোঃ হুমায়ুন কবিরকে গ্রেফতার করে তারাকান্দা থানা পুলিশ।

তারাকান্দা থানার অফিসার ইনচার্জ আবুল খায়ের বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত আসামিদের মঙ্গলবার (৬ নভেম্বর) বিজ্ঞ আদালতের সোপর্দ করা হয়েছে।

প্রকাশক ও সম্পাদক

আসাদুজ্জামান (ফজলু)

হাউজ নং: ২০, ফ্ল্যাট নং: বি২, রোড নং: ০৭

সেকশন: ১২, উত্তরা, ঢাকা – ১২৩০

মোবাইল: ০১৭১৮-১৯২৬৮৫, ০১৭৬১-৫৮২৩৩৮

ইমেইল: contact@digontabarta.com