প্রকাশিত হয়েছেঃ নভেম্বর ১৫, ২০২২ সময়ঃ ৪:৩৪ অপরাহ্ণ

মোঃ জাকির হোসেন, ময়মনসিংহ প্রতিনিধি।।
ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে সামাজিক আন্দোলন গড়ে তোলার জন্য সমন্বিত কর্মপরিকল্পনা প্রণয়নে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৫ নভেম্বর) সকাল ৯টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ময়মনসিংহ জেলা কার্যালয়ের সহযোগিতায় এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালা অংশগ্রহণকারীর মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে সামাজিক আন্দোলন গড়ে তুলতে বিভিন্ন কর্মপরিকল্পনা প্রণয়ন করেছে।
তারাকান্দা উপজেলা নির্বাহী অফিসার মিজাবে রহমতের সভাপতিত্বে কর্মশালায় মূলপ্রবন্ধ উপস্থাপন করেন ময়মনসিংহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ খোরশিদ আলম ।
মোহাম্মদ খুরশীদ আলম বলেন, মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে আমরা বিভিন্ন কর্মপরিকল্পনা প্রণয়ন করেছি। আপনারা সামাজিক আন্দোলন গড়ুন তুলোন। মাদকের বিরুদ্ধে আপনাদের কি কর্মপরিকল্পনা রয়েছে সেটা আমাদের জানান। বর্তমান সরকার মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স রয়েছে ।
এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি শ্রী প্রদীপ চক্রবর্তী রনু ঠাকুর, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নজরুল ইসলাম নয়ন, মহিলা ভাইস চেয়ারম্যান সালমা আক্তার কাকন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মাহবুবুর আলম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মাহবুবুর আলম মন্জু, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, উপজেলার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষকবৃন্দ, বিভিন্ন মমসজিদের ইমাম, এনজিও প্রতিনিধি, বীরমুক্তিযোদ্ধাবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, স্কাউটের সদস্যবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রকাশক ও সম্পাদক

আসাদুজ্জামান (ফজলু)

হাউজ নং: ২০, ফ্ল্যাট নং: বি২, রোড নং: ০৭

সেকশন: ১২, উত্তরা, ঢাকা – ১২৩০

মোবাইল: ০১৭১৮-১৯২৬৮৫, ০১৭৬১-৫৮২৩৩৮

ইমেইল: contact@digontabarta.com