প্রকাশিত হয়েছেঃ নভেম্বর ৮, ২০২২ সময়ঃ ৫:৫১ অপরাহ্ণ

মোঃ জাকির হোসেন, ময়মনসিংহ প্রতিনিধি।।

ময়মনসিংহ তারাকান্দা উপজেলা প্রশাসনের আয়োজনে ডিজিটাল উদ্ভাবনী মেলা ২০২২ উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়েছে ।

মঙ্গলবার (৮ নভেম্বর) দুপুরে উপজেলা প্রাঙ্গণে মেলায় আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ময়মনসিংহ জেলা প্রশাসক মোঃ এনামুল হক এ ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধন করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জেলা প্রশাসক মোঃ এনামুল হক বলেন, বঙ্গবন্ধু সোনার বাংলার স্বপ্ন দেখেছিলেন। মাননীয় প্রধানমন্ত্রী ২০০৯ সালের সরকার গঠনের পর একটি সুনির্দিষ্ট লক্ষ্য নিয়ে ২১ সালের মধ্যে মধ্যম আয়ের দেশ হিসেবে উন্নতি স্বপ্ন দেখেছিলেন। সেই লক্ষ্যে পৌঁছাতে ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে ব্যবহার করে আমরা মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছি। আমাদের ভিজিটর প্রযুক্তি ব্যবহারের মধ্যে ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে একটি উন্নত দেশ হবে। একটা সময় পুরো কৃষি প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে হবে। এবং বেশ কিছু জায়গায় পরীক্ষামূলক করা হচ্ছে।
জেলা প্রশাসক বলেন, জমির খতিয়ান ডিজিটাল মাধ্যমে সকালে আবেদন করলে বিকেলে পাবেন। সম্পূর্ণ দুর্নীতি মুক্ত, দালালমুক্ত হয়রানি মুক্ত ভাবে ডিজিটাল মাধ্যমে আমরা সেবা দিচ্ছি।
তিনি আরোও বলেন, দলিল ট্রেজারি ডিজিটাল এর মাধ্যমে নকল আসল সততা যাচাই, পাশাপাশি লাইসেন্সারি ব্যান্ডারিদের ডিজিটালের আওতায় নিয়ে আসা। সবই ডিজিটাল মাধ্যমে সম্ভব হয়েছে।

আমাদের নির্বাহী ম্যাজিস্ট্রেট যে আদালতে আছে ঘরে বসে যেন আদালতের তারিখ জানতে পারেন আদেশ সম্পর্কে জানতে পারেন সে ব্যবস্থা আমরা করছি।

এ সময় ডিজিটাল উদ্ভাবনী মেলায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট ফজলুল হক, উপজেলা ভাই চেয়ারম্যান নজরুল ইসলাম নয়ন, জেলা পরিষদের সদস্য মেজবাউল আলম রুবেল চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি শ্রী প্রদীপচন্দ্র রণ ঠাকুর, সাধারণ সম্পাদক বাবুল মিয়া সরকার, কামারিয়া ইউনিয়নের চেয়ারম্যান এ কে এম আজহারুল হক, তারাকান্দি ইউনিয়নের চেয়ারম্যান খাদিমুল আলম শিশ প্রমূখ।

প্রকাশক ও সম্পাদক

আসাদুজ্জামান (ফজলু)

হাউজ নং: ২০, ফ্ল্যাট নং: বি২, রোড নং: ০৭

সেকশন: ১২, উত্তরা, ঢাকা – ১২৩০

মোবাইল: ০১৭১৮-১৯২৬৮৫, ০১৭৬১-৫৮২৩৩৮

ইমেইল: contact@digontabarta.com