প্রকাশিত হয়েছেঃ অক্টোবর ২৬, ২০২২ সময়ঃ ১০:০৭ অপরাহ্ণ
তারাকান্দা প্রতিনিধি।।
ময়মনসিংহের তারাকান্দায় আনসার ভিডিপি’র বৃক্ষরোপন ও সদস্যদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (২৫ অক্টোবর) সকালে তারাকান্দা উপজেলা আনসার ও ভিডিপি’র আয়োজনে উপজেলা পরিষদ প্রাঙ্গণে বৃক্ষ রোপন করা হয়েছে এবং সদস্যদের মাঝে বিভিন্ন জাতের গাছের চারা বিতরণ করা হয়।
তারাকান্দা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মিজাবে রহমত বৃক্ষরোপন উদ্বোধন করেন এবং সদস্যদের মাঝে চারা বিতরণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নজরুল ইসলাম নয়ন, উপজেলা শিক্ষা ( প্রাথমিক) কর্মকর্তা নিলুফার হাকিম, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) মোহাম্মদ জুবায়ের হোসেন, উপজেলা আনসার ভিডিপি প্রশিক্ষক মাসুদ পারভেজ,কৃষি সম্পসারণ কর্মকর্তা কাওসার আহমেদ ও আনাসার ভিডিপির সদস্য বৃন্দ প্রমুখ।