প্রকাশিত হয়েছেঃ অক্টোবর ১৭, ২০২২ সময়ঃ ৫:১৯ অপরাহ্ণ

Spread the love

মোঃ জাকির হোসেন, (ময়মনসিংহ) প্রতিনিধি।।

ময়মনসিংহের তারাকান্দায় জেলা পরিষদ নির্বাচনে সদস্য পদে বিজয়ী হয়েছেন মেজবাহ-উল-আলম রুবেল চৌধুরী। তিনি হাতী প্রতীকে ৭৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি ছিলেন সায়ের আলমগীর সরকার টুটুল তালা প্রতীকে পেয়েছেন ৪৩ ভোট। মেজবাহ-উল-আলম চৌধুরী ৩৫ ভোট বেশী পেয়ে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন তিনি। এবং আনোয়ার হোসেন মন্ডল(টিউবওয়েল প্রতীকে) পেয়েছেন ১২ ভোট। জেলা পরিষদ নির্বাচনে ময়মনসিংহ ৪ নং ওয়ার্ড তারাকান্দায় সদস্য পদে তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

সোমবার (১৭ অক্টোবর) সকাল ৯ টার সময় শুরু হওয়া ভোটগ্রহণ সম্পন্ন হয় দুপুর ২ টায়।

উৎসবমুখর পরিবেশে ভোটদান করেছেন ভোটাররা।তারাকান্দায় জেলা পরিষদ নির্বাচনে ১০ ইউনিয়নের চেয়ারম্যান,ইউপি সদস্য এবং উপজেলা পরিষদের চেয়ারম্যান,ভাইসচেয়ারম্যানগণ মিলিয়ে ১৩৩ জন ভোটারের মধ্যে ভোট দিয়েছেন ১৩৩ জন ভোটার।ময়মনসিংহ জেলা পরিষদ নির্বাচনে তারাকান্দায় সদস্যপদে তিনজন পরস্পর প্রতিদ্বন্ধিতা করেছেন।

পরস্পর প্রতিদ্বন্ধি প্রার্থীরা হলেন -বাংলাদেশ আওয়ামীলীগ তারাকান্দা উপজেলা শাখার সহ-সভাপতি মেজবাহ উল আলম রুবেল চৌধুরী (হাতি প্রতীক), বঙ্গবন্ধু সরকারী ডিগ্রী কলেজের সাবেক জিবি সদস্য ও যুবলীগ নেতা আনোয়ার হোসেন মন্ডল(টিউবওয়েল প্রতীক),তারাকান্দা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও উপজেলা আওয়ামী তাঁতীলীগের সায়ের আলমগীর সরকার টুটুল মাস্টার (তালা প্রতীক)।

এছাড়া ময়মনসিংহ জেলা পরিষদ নির্বাচনে সংরক্ষিত নারী সদস্যপদেও তিনজন প্রতিদ্বন্ধিতা করেছেন।তারা হলেন-নাজমুন নাহার মুক্তা(ফুটবল প্রতীক)।তিনি পেয়েছেন ৩১ ভোট।আরজুনা কবির(টেবিল ঘড়ি)।তিনি পেয়েছেন ১০১ ভোট।ফারহানা রহমান(দোয়াতকলম)।তিনি পেয়েছেন ১ ভোট। তারাকান্দায় সংরক্ষিত মহিলা আসনে এগিয়ে আছেন অরজুনা কবির।

এদিকে ময়মনসিংহ জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে চারজন প্রার্থী নির্বাচনে অংশ নিয়েছেন তারা হলেন-সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান ইউসুফ খান পাঠান(আনারস প্রতীক)।তিনি পেয়েছেন ৪২ ভোট।আওয়ামীলীগের মনোনয়ন বঞ্চিত স্বতন্দ্র প্রার্থী নূরুল ইসলাম রানা(ঘোড়া প্রতীক)।তিনি পেয়েছেন ১২ ভোট।মহানগর জাসদের যুগ্ম-সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম(চশমা প্রতীক)।তিনি পেয়েছেন ৭৮ ভোট।ন্যাশনাল পিপলস পার্টির হামিদুল ইসলাম(মটর সাইকেল)প্রতীকে পেয়েছেন ১ ভোট।

সকাল থেকে কঠোর নিরাপত্তার ঘেরাটুপে পরিবেষ্ঠিত অবস্থায় উপজেলা হলরুমে“জেলা পরিষদ” নির্বাচনের ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। ভোটদানকালে পুলিশ,ডিবি, আনসারসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সার্বক্ষনিক নিরাপত্তাবিধানে নিয়োজিত ছিলেন। ভোটকেন্দ্র পরিদর্শন করেছেন ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) পারভেজুর রহমান। তারাকান্দা উপজেলা নির্বাহী অফিসার মিজাবে রহমত এবং দুইজন নির্বাহী ম্যাজিস্ট্রেট যথাক্রমে ফাহমিদা সুলতানা এবং এরফানুর রহমানকে নিজ নিজ দায়িত্বপালন করতে দেখা গেছে।তারাকান্দায় প্রিসাইডিং অফিসার হিসেবে দায়িত্বপালন করেছেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা রুবেল মন্ডল।

প্রকাশক ও সম্পাদক

আসাদুজ্জামান (ফজলু)

হাউজ নং: ২০, ফ্ল্যাট নং: বি২, রোড নং: ০৭

সেকশন: ১২, উত্তরা, ঢাকা – ১২৩০

মোবাইল: ০১৭১৮-১৯২৬৮৫, ০১৭৬১-৫৮২৩৩৮

ইমেইল: contact@digontabarta.com