প্রকাশিত হয়েছেঃ অক্টোবর ১০, ২০২২ সময়ঃ ৩:৩৩ অপরাহ্ণ
মোঃ জাকির হোসেন, ময়মনসিংহ প্রতিনিধি।।
ময়মনসিংহ তারাকান্দা থানা পুলিশের অভিযানে দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১০ আসামকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামি হলেন, মাহবুব আলম এবং হাবিব উদ্দিন খা(৫৫), মহর উদ্দিন খা (৬০), আম্বিয়া খাতুন (৪৫) জজ মিয়া, নাজমা , রহিমা খাতুন, জজ মিয়া, মোজাম্মেল হক (৩৬), রোজিয়া খাতুন ।
এসকল আসামিদের মধ্যে ঢাকার কেরানীগঞ্জ এবং খিলগাঁও এলাকা হইতে সাজাপ্রাপ্ত ৩ জন জি আর ওয়ারেন্টভুক্ত ৩ জন এবং তারাকান্দা থানার কালিখা এলাকায় অভিযান পরিচালনা করিয়া ওয়ারেন্টভুক্ত ৪ জন মোট ১০ জন আসামি গ্রেফতার করে পুলিশ।
গ্রেফতারকৃত আসামিদের রোববার (৯ অক্টোবর) তারিখে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।