প্রকাশিত হয়েছেঃ অক্টোবর ৯, ২০২২ সময়ঃ ১১:০৮ অপরাহ্ণ
মোঃ জাকির হোসেন, ময়মনসিংহ প্রতিনিধি।।

ঢাকা থেকে বাড়ী ফেরার পথে রাত দেড়টার সময় যাত্রীবাহী একটি বাস থেকে একজন যাত্রীর কাছ থেকে ২০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে বুকে লাথি মেরে চলন্ত বাস থেকে ছুঁড়ে ফেলা হয় যুবককে। এমনি এক মর্মান্তিক ঘটনা ঘটেছে ময়মনসিংহে তারাকান্দা উপজেলায় ।আহত যুবকের নাম মোঃ বাবুল মিয়া(৩৫)। সে উপজেলার তারাকান্দা ইউনিয়নের গোপালপুর খামার বাজার এলাকার মোঃ জামির উদ্দিনের পুত্র। ঢাকা থেকে বাড়ি ফেরার পথে এই অনাকাঙ্ক্ষিত ঘটনার শিকার হয় বাবুল মিয়া।
ঘটনার বিবরণ দিতে গিয়ে আহত বাবুল মিয়া জানায়, সে নিজে একজন গার্মেন্টস কর্মী। বৃহস্পতিবার রাতে সে ঢাকা থেকে বাসযোগে ময়মনসিংহ মাসকান্দা বাসষ্টেশনে এসে পৌঁছায়। সেখান থেকে অটোরিকশা দিয়ে ব্রীজে আসে। এরপর রাত ১.৩০ সময় শ্যামলীবাংলা গাড়ীতে উঠে বাড়িতে আসার পথে তিনজন লোক তার কাছ থেকে আনুমানিক ২০ হাজার টাকা ও কাপড় চোপড় রেখে ময়মনসিংহ-হালুয়াঘাট সড়কের রুপচন্দ্রপুর নামক স্থানে চলন্ত গাড়ি থেকে বুকে লাথি দিয়ে রাস্তায় ফেলে দেয়। এতে আহত হয়ে বাবুল মিয়া ঘটনাস্থলে জ্ঞান হারিয়ে ফেলেন। রাত গভীর হওয়ায় আশপাশের লোকজন না থাকায়। ঘন্টা খানেক পর জ্ঞান ফিরলে নিজের বাড়িতে ফোন করে খবর দেয়। রাতেই পরিবারের সদস্যরা বুলবুল মিয়া কে ময়মনসিংহ হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয়েছে। এই ঘটনায় আহত যুবকের হাত,পা, মাথাসহ শরীরের বিভিন্ন স্থান জখম হয়েছে।

এর প্রতিবাদে রোববার সকালে গোপালপুরে খামারের বাজারে শ্যামলীবাংলা পরিবহনের কয়েকটি গাড়ি আটক করে স্থানীয় জনতা।
এ বিষয়ে তারাকান্দা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান খাদেমুল আলম শিশির বলেন,ঘটনাটি সত্যিই রোমহর্ষক। আহত যুবকের অবস্থা স্থিতিশীল। বিষয়টি সমাধানের চেষ্টা চলছে।
এ বিষয়ে জানতে চাইলে তারাকান্দা থানার ওসি আবুল খায়ের জানান, ঘটনাটি কি ঘটেছিল সেটি জানতে লোক পাঠানো হয়েছে। পরে বিস্তারিত জানা যাবে।