প্রকাশিত হয়েছেঃ অক্টোবর ৬, ২০২২ সময়ঃ ৩:০৩ অপরাহ্ণ
মোঃ জাকির হোসেন, ময়মনসিংহ প্রতিনিধি।।
জন্ম-মৃত্যু নিবন্ধন কার্যক্রমে শ্রেষ্ঠত্বের লড়াইয়ে তারাকান্দা উপজেলা ৩য় স্থান অর্জন করেছে।
আজ বৃহস্পতিবার জাতীয় জন্ম-মৃত্যু নিবন্ধন দিবস ২০২২। ময়মনসিংহ জেলার ১৩টি উপজেলার মধ্যে জন্ম-মৃত্যু নিবন্ধন কার্যক্রমে গতিশীলতা আনয়নসহ নানামূখি পদক্ষেপ গ্রহণ করে নিয়মিত উপজেলা জন্ম-মৃত্যু নিবন্ধন টাস্কফোর্স কমিটির সভা করে সংশ্লিষ্ট সকলের আন্তরিকতায় জনসাধারণের মাঝে জন্ম-মৃত্যু নিবন্ধন বিষয়ে সচেতনতা সৃষ্টির মাধ্যমে সকলের প্রচেষ্টায় তারাকান্দা উপজেলার ৩ স্থান অর্জন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন জনাব মোঃ শফিকুর রেজা বিশ্বাস, বিভাগীয় কমিশনার, ময়মনসিংহ বিভাগ। আরো উপস্থিত ছিলেন জনাব দেবদাস ভট্টাচার্য্য বিপিএম, উপ মহা পুলিশ পরিদর্শক, ময়মনসিংহ রেঞ্জ, বিভাগীয় ও জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ, প্রিন্ট ও ইলেট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
তারাকান্দা উপজেলা প্রশাসনের পক্ষে পুরস্কার গ্রহণ করেন জনা্ মিজাবে রহমত, উপজেলা নির্বাহী অফিসার, তারাকান্দা, ময়মনসিংহ।