প্রকাশিত হয়েছেঃ অক্টোবর ২, ২০২২ সময়ঃ ৪:১৯ অপরাহ্ণ
মোঃ জাকির হোসেন, ময়মনসিংহ প্রতিনিধি।
ময়মনসিংহের তারাকান্দা উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন ময়মনসিংহ পুলিশ সুপার মোঃ মাসুম আহাম্মদ ভুঞা (পিপিএম-সেবা)।
রোববার (২ অক্টোবর ) দুপুরে তারাকান্দা উপজেলায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন।
এ সময় তিনি বিভিন্ন মন্ডপে পূজা অর্চনাকারীদের সাথে শুভেচ্ছা ও মতবিনিময় করেন।তিনি বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এখানে অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসকারীদের কোন স্থান নেই। যারা এধরনের অপচেষ্টায় লিপ্ত রয়েছে, তাদের কোন ছাড় নয়, তাদেরকে স্ব-মূলে উৎপাটন করা হবে। এসময় তিনি বিভিন্ন পূজা মন্ডপে ফলের ঝুড়ি উপহার দেন।kp
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রসাশন) (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) ফজলে রাব্বি, উপজেলা চেয়ারম্যান ফজলুল হক, উপজেলা নির্বাহি অফিসার মিজাবে রহমত, তারাকান্দা থানার অফিসার ইনচার্জ আবুল খায়ের সোহেল, উপজেলা ভাইস চেয়ারম্যান নজরুল ইসলাম নয়ন, সালমা আক্তার কাঁকন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি রনু ঠাকুর, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি সুব্রত ভদ্র, হিন্দু কমিউনিটির বিভিন্ন নেতৃবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সুধীজন, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।