প্রকাশিত হয়েছেঃ সেপ্টেম্বর ৩০, ২০২২ সময়ঃ ১১:১৩ অপরাহ্ণ

Spread the love

তারাকান্দা (ময়মনসিংহ) সংবাদদাতা ।।

ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার কলসিন্দুর নিজ গ্রামে ফেরার পথে সাফজয়ী ৮ ফুটবল কন্যাকে ফুলের সংবর্ধনা জানিয়েছে তারাকান্দা উপজেলা প্রশাসন এবং সর্বস্তরের নাগরিকরা।

শুক্রবার (৩০ সেপ্টেম্বর) বিকাল সাড়ে তিনটায় ময়মনসিংহ থেকে তারাকান্দায় পৌছালে মারিয়া মান্ডা, সানজিদা, মারজিয়া,তহুরা,সাজেদা,শিউলী আজিম,শামসুন্নাহার,শামসুন্নাহার(জুনিয়র)-কে ফুলেল শুভেচ্ছা জানায় তারাকান্দা উপজেলা প্রশাসন  ও সর্বস্তরের নাগরিকগণ।  এ সময় তারাকান্দা উপজেলা নির্বাহী অফিসার মিজাবে রহমত,  উপজেলা চেয়ারম্যান ফজলুল হক এবং অফিসার ইনচার্জ আবুল খায়ের এ সময় ফুলের তোড়া এবং মালা পড়িয়ে তাদের সংবর্ধনা জানান।

এর আগে গতকাল বৃহস্পতিবার ময়মনসিংহ জেলা প্রশাসনের উদ্যোগে এবং শুক্রবার জেলা পুলিশের পক্ষ থেকে সাফ চ্যাম্পিয়ান ৮ ফুটবল কন্যাদের জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্যে দিয়ে সংবর্ধনা প্রদান করা হয়। ময়মনসিংহে সংবর্ধনা শেষে নিজেদের গ্রাম ধোবাউরা উপজেলা কলসিন্দুর যাওয়ার সময়ে চলতি পথে তারাকান্দায় ফুটবল কন্যাদের সংবর্ধনা প্রদান করা হয়।

তারাকান্দায় এ সময় অন্যান্যের মাঝে আরও উপস্থিত ছিলেন,তারাকান্দা উপজেলা ভাইস-চেয়ারম্যান নজরুল ইসলাম নয়ন,উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মোজাম্মেল হক,শিক্ষা ও মানবসম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক নূরুজ্জামান সরকার বকুল,উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শাওন কিশোর ধর শান্ত প্রমুখ।

প্রকাশক ও সম্পাদক

আসাদুজ্জামান (ফজলু)

হাউজ নং: ২০, ফ্ল্যাট নং: বি২, রোড নং: ০৭

সেকশন: ১২, উত্তরা, ঢাকা – ১২৩০

মোবাইল: ০১৭১৮-১৯২৬৮৫, ০১৭৬১-৫৮২৩৩৮

ইমেইল: contact@digontabarta.com